১৫ জুন, ২০২০। আজ থেকে ঠিক একবছর আগে গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। তাঁদের আত্মবলিদান ভোলেনি দেশবাসী। গত ৪৫ বছরে এটাই ছিল ভারত ও চিনের মধ্যে সবথেকে বড় লড়াই।
সংঘর্ষের সপ্তাহখানেক আগে থেকেই লাইন অফ অ্যাক্টুয়াল কন্ট্রোলে উত্তেজনা বাড়তে থাকে। ভারত ও চিন, দু পক্ষই সেনা মোতায়েন বাড়িয়ে দেয়।
একাধিকবার আলাপ-আলোচনা সত্ত্বেও চিনা জওয়ানরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। আর তাদের আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত ভারতীয় জওয়ানরা। তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে জানা যায়, এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। যদিও চিনের কতজন হতাহত হয়েছে তা প্রথমে জানা যায়নি। পরে তারা জানায়, তাদের জওয়ানও মারা গিয়েছে।
প্রিয়জনের মৃতদেহ আঁকড়ে ধরে কান্নার মর্মস্পর্শী ছবি সামনে আসে। শহিদদের পরিবারবর্গের পাশে দাঁড়ায় কেন্দ্র ও রাজ্য সরকার।
ভারত-চিনের এই সংঘর্ষের পর শহিদদের স্মরণে মোমবাতি মিছিল। কান্নায় ভেঙে পড়েন অনেকে। শহিদদের পরিবারের সদস্যরা প্রতিশোধের দাবি তোলেন।
জখম সেনা জওয়ানদের হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
দেশের বিভিন্ন প্রান্তে চিনের প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হয়। চিনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় দেশের মানুষ।