scorecardresearch
 
Advertisement
দেশ

দীপাবলিতে অযোধ্যায় জ্বলবে ৫ লক্ষ প্রদীপ, ৫০০ বছরে প্রথমবার ঘরে বসেই রামলালা দর্শন

অযোধ্যা
  • 1/12

করোনা আবহে এবার দীপাবলি উদযাপন হতে চলেছে। আর এই দীপাবলিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। 
 

অযোধ্যা
  • 2/12

চলতি বছর ৫ আগস্ট অযোধ্যায় বহু প্রতিক্ষিত রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্বয়ং হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই এই বছর অযোধ্যার জন্য বিশেষ। তাই করোনা আবাহে এবারের দীপাবলিকে শানদার করতে ডিজিটাল  দীপাবলির আযোজন করছে যোগী সরকার। 

অযোধ্যা
  • 3/12

এবার লেজার শোয়ের মাধ্যমে সারযূ উপকূলে আতশবাজির উৎসব হবে। সেই সঙ্গে  যোগী সরকার প্রথমবারের মতো অযোধ্যাতে ভার্চুয়াল দীপাবলি আয়োজন করছে।

Advertisement
অযোধ্যা
  • 4/12

ভার্চুয়াল দীপোৎসবের জন্য একটি ওয়েবসাইটও তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার। বাড়ি বসেই অংশগ্রহণ করা যাবে এই উৎসবে। যেখানে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার প্রদীপ জ্বালানো হবে। 

অযোধ্যা
  • 5/12

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দীপোৎসবে অংশগ্রহণ করবেন ভার্চুয়ালি।

অযোধ্যা
  • 6/12

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, প্রায় ৪৯২ বছরের দীর্ঘ অপেক্ষার পরে, এখন রাম মন্দিরের  মন্দিরের স্বপ্ন পূরণ হচ্ছে, তখন রাজ্য সরকার নিশ্চিত করছে রাম দরবারে দীপ জ্বালানো থেকে কেউ বঞ্চিত হবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিশেষ নির্দেশে সরকার একটি পোর্টাল তৈরি করছে, যেখানে ভার্চুয়াল প্রদীপ জ্বালানো যাবে।
 

অযোধ্যা
  • 7/12

এই পোর্টালে শ্রী রাম লালা বিরাজমানের ছবি থাকবে যার সামনে ভার্চুয়াল বাতিগুলি জ্বালানো হবে। 

Advertisement
অযোধ্যা
  • 8/12

ভক্তরা এই পোর্টালে নিজেদের পছন্দ মত স্টিল বা ইস্পাত বর্ণের, পিতল বা অন্য যে কোনও পছন্দের প্রদীপ বেছে নিতে পারবেন। 
 

অযোধ্যা
  • 9/12
অযোধ্যা
  • 10/12

কেবল প্রদীপের স্ট্যান্ড বাছা নয়, নিজেদের পছন্দ মতো ঘি, সরিষা এবং তিলের তেলও পাওয়া যাবে এখানে প্রদীপ জ্বালনোর জন্য।  

অযোধ্যা
  • 11/12

 প্রদীপ জ্বালানোর পরে, ভক্তদের জন্য, রাম লাল্লার ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি "ধন্যবাদ" ডিজিটাল চিঠি দেওয়া হবে। 
 

Advertisement
অযোধ্যা
  • 12/12


ওয়েব পোর্টালটি ১৩ নভেম্বর  দীপাবলির আগেই শুরু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

Advertisement