পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা ছিল। সেই জায়গাই প্রকৃতির রোষে এখন যেন মৃত্যুপুরী। কেরলের ওয়েনাড়ে ভূমিধসের পর মুন্ডক্কাই গ্রাম এবং চুরামালা গ্রামের সংযোগস্থল একটি ভূতের শহরে পরিণত হয়েছে।
প্রকৃতির সৌন্দর্য, জলপ্রপাতের জন্য চূড়ামালা বিখ্যাত। রয়েছে সুচিপাড়া জলপ্রপাত, ভেলোলিপাড়া জলপ্রপাত, সীতা লেক ইত্যাদি। কিন্তু সব এখন কবরস্থানে পরিণত হয়েছে।
মুন্ডক্কাই এবং চুরামালা গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। অনেক এলাকায় কাদা, পাথরে চাপা পড়ে রয়েছে বাড়ি-গাড়ি।
মুন্ডাক্কাইয়ের এক প্রবীণ বাসিন্দার কথায়, 'আমরা সব কিছু হারিয়েছি। আমাদের এখানে আর কিছুই অবশিষ্ট নেই। আমার পুরো পরিবার নিখোঁজ। খুঁজে বেড়াচ্ছি।'
ধসের আগে মুন্ডক্কাই গ্রামে প্রায় ৪৫০-৫০০ বাড়ি ছিল। কিন্তু এখন সেই সংখ্যাটা ৩৪-৪৯। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
ভূমিধসে এখনও পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮৬ জন। ধ্বংসস্তূপে আটকে এখনও শতাধিক মানুষ।