সম্প্রতি স্বল্প দূরত্বের দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে ভারতীয় রেল। বেশি ভাড়া দিয়েই সফর করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এবার মূল্যবৃদ্ধির ধাক্কা প্ল্যাটফর্ম টিকিটে।
একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে দিল্লির একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুণ বাড়ান হয়েছে। ১০ টাকার টিকিটের জন্য এখন ব্যয় করতে হচ্ছে ৩০ টাকা।
দিল্লির পাশাপাশি মুম্বই মেট্রোপলিটন রিজিওনের বেশ কিছু স্টেশনেও বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। বাণিজ্য নগরীতে ৫ গুণ বেড়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদার ও লোকমান্য তিলক টার্মিনাসে প্লাটফর্ম টিকিটের ভাড়া বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা। আগে এই টিকিটের ভাড়া ছিল মাত্র ১০ টাকা। সেন্ট্রাল রেলের তরফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
করোনা সময়ে প্রচণ্ড গরমে প্ল্যাটফর্মে ভিড় কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মার্চ থেকে নতুন দাম অনুযায়ী টিকিট কাটতে হচ্ছে, এই নিয়ম চলবে ১৫ জুন অবধি।
কোভিড সংক্রমণের জেরে গতবছর ২২ মার্চ থেকে দেশজুড়ে দূরপাল্লার সাধারণ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। এখন কিছু 'স্পেশ্যাল' চালু হলেও নিয়মিত দূরপাল্লার রেল পরিষেবা বন্ধ আছে। স্পেশ্যাল ট্রেনে ১০ থেকে ২০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার ক্ষমতা রেলের হাতে দেওয়া আছে। সেই ক্ষমতা ব্যবহার করে চলতি বছর শুরুর দিকে নিঃশব্দে ভাড়া বাড়ানো হয়।