
দেশের একটি বড় অংশ জুড়ে ঠান্ডা পড়ে গিয়েছে। নভেম্বর শেষ হতে এখনও বেশ কিছুটা দেরি, তাতেই পুরোদমে শীত এসে গিয়েছে বলে মনে হচ্ছে অনেক জায়গাতেই। চলতি মাসে প্রায় প্রতিদিনই দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন।

জেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের নীচে নামতে শুরু করেছে। IMD জানাচ্ছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন প্রান্তে স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে নীচেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

দিল্লিতে ইতিমধ্যেই কনকনে ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণও। গত ১১ বছরের মধ্যে দিল্লিতে এত জলদি সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গল ডিজিটে চলে এসেছে। গত ১৫ নভেম্বর থেকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপর ওঠেনি।

সোমবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। গত ৩ বছরের মধ্যে দিল্লিতে নভেম্বরে এই তাপমাত্রা সর্বনিম্ন। রাতের তাপমাত্রা রাজধানী শহরে ঘোরাফেরা করছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লিতে অধিকাংশ এলাকাতেই গত ২৪ ঘণ্টার মধ্যে ১ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে এখনও নীচেই।

IMD জানিয়েছে, দেশের প্রায় অধিকাংশ রাজ্যেই বর্তমানে আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোরের দিরে কুয়াশার দাপট দেখা যাবে। ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে এমনই থাকবে আবহাওয়া। তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যে দিল্লি সহ দেশের অনেকাংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই সংবাদ সংস্থাকে জানিয়েছেন স্কাইমেটের মহেশ পালাওয়াট।

শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ভারতে। তবে পিছিয়ে নেই মুম্বইও। মঙ্গলবারই স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি নীচে নেমে মুম্বইয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। মধ্য নভেম্বরে মুম্বইয়ে এই তাপমাত্রা রেকর্ডই বটে।

মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। কঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি কম। সৌরাষ্ট্র, কচ্ছ, বিদর্ভ, তেলঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশাতেও স্বাভাবিকের থেকেই নীচেই রয়েছে তাপমাত্রার পারদ।

তবে আপাতত সাময়িক সময়ের জন্য তাপমাত্রার পারদ চড়বে দেশের নানা অংশে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। মূলত উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতেই আবহাওয়ার এই পরিবর্তন চোখে পড়বে আগামী ৪ দিন পর্যন্ত।

পূর্ব ভারতে কুয়াশার চাদর। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট শুরু হবে ২১ নভেম্বর থেকে। দৃশ্যমানতা কমবে দিনে। রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী ১ সপ্তাহে শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

এদিকে, দক্ষিণ ভারতে বৃষ্টি বাড়বে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ুতে ২৪ নভেম্বর পর্যন্ত। শনিবার পর্যন্ত বৃষ্টি হবে আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কেরল, মাহে, অন্ধ্র উপকূল এবং রায়ালাসীমাতে আগামী ১ সপ্তাহ বৃষ্টি হবে।