scorecardresearch
 
Advertisement
দেশ

Sikkim flash Flood: সিকিমে নিখোঁজ সেনাদের এখনও কোনও খবর নেই, উদ্ধারকাজে নেমেছে ত্রিশক্তি বাহিনী

নিখোঁজ ২২ সেনাকে খুঁজতে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত
  • 1/10

নিখোঁজ ২২ সেনাকে খুঁজতে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত। প্রায় তিন হাজার পর্যটকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। 

 টেলিফোন সংযোগ দেওয়া হচ্ছে
  • 2/10

ইতিমধ্যে, ত্রিশক্তি বাহিনীর সেনারা উত্তর সিকিমের চুংথাং, লাচুং এবং লাচেন এলাকায় আটকে থাকা নাগরিক এবং পর্যটকদের চিকিৎসা সহায়তা এবং টেলিফোন সংযোগ দেওয়া হচ্ছে।

সিংটামের কাছে বরদাংয়ে কাদামাটির নীচে চাপা পড়ে আছে গাড়ি
  • 3/10

সিংটামের কাছে বরদাংয়ে কাদামাটির নীচে চাপা পড়ে আছে গাড়ি। নিখোঁজদের খোঁজে এখন তিস্তা নদীর ভাটির এলাকায় তল্লাশি চলছে।

Advertisement
একজনকে জীবিত উদ্ধার করা হয়
  • 4/10

প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া ২৩ জনের মধ্যে ৪ অক্টোবর সন্ধ্যায় একজনকে জীবিত উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে
  • 5/10

নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। 

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না
  • 6/10

সিকিম এবং উত্তরবঙ্গের সমস্ত ভারতীয় সেনাকর্মী নিরাপদ এবং মোবাইল যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

জাতীয় সড়ক নীচের দিকে বসে গিয়েছে
  • 7/10

তিস্তা ব্রিজ থেকে সিকিম যাওয়ার পথে বেশ কিছু জায়গায় বড় আকারের ধসের কারণে জাতীয় সড়ক নীচের দিকে বসে গিয়েছে।

Advertisement
সিকিমে প্রাকৃতিক তাণ্ডবে বলি অন্তত ১৪ জন। এখনও পর্যন্ত নিখোঁজ ১২০ জন।
  • 8/10

সিকিমে প্রাকৃতিক তাণ্ডবে বলি অন্তত ১৪ জন। এখনও পর্যন্ত নিখোঁজ ১২০ জন।

তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে
  • 9/10

তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

 ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে
  • 10/10

 ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement