স্বল্প খরচে ঘুরে আসুন পুরী। সেই সঙ্গে ভ্রমণের সুযোগ রয়েছে নবদ্বীপ ধামেও (Nabadwip Dham)। তীর্থযাত্রীদের জন্য খুশির খবর নিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুকিং। তাই আর দেরি না করে আজই বুকিং সেরে ফেলতে পারেন আপনিও। তবে হ্যাঁ, যাত্রীদের প্রয়োজন করোনার দুটি টিকার সার্টিফিকেট।
করোনা পরিস্থিতিতে মানুষের গৃহবন্দি জীবনে এসেছে একঘেয়েমি। তাই এই দমবন্ধকর পরিস্থিতির মাঝে একটু মুক্তির স্বাদ দিতে ভ্রমণপিপাসু, বিশেষত তীর্থযাত্রীদের জন্য নতুন সুযোগ নিয়ে আসছে ভারতীয় রেল। যেখানে তীর্থযাত্রীরা পেয়ে যেতে পারেন, স্বল্প খরচে পুরী সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে আসার সুযোগ।
ভ্রমণার্থীরদের অল্প খরচে পুরীর সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরাতে বিশেষ এক ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। যেখানে ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রয়েছে বিশেষ প্যাকেজ। (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
দর্শনীয় স্থানগুলির মধ্যে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Mandir) ও সমুদ্র ছাড়াও রয়েছে কোনারক সহ অন্যান্য দর্শনীয় স্থান। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে এসি ও নন-এসি কক্ষ।
এসি কক্ষের ভাড়া ধার্য্য করা হয়েছে ১২,৬০০ টাকা এবং নন এসি কক্ষের ভাড়া ধার্য্য করা হয়েছে ৭,৫৬০ টাকা। সঙ্গে রয়েছে বিশুদ্ধ নিরামিষ খাবারের ব্যবস্থা। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে থাকবেন নিরাপত্তারক্ষীরাও। তাছাড়া রোগীদের শরীর খারাপ হলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য থাকবেন চিকিৎসকও।
মঙ্গলবার শিলিগুড়ি (Siliguri) জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগমের আঞ্চলিক প্রধান মাধব সাহা বলেন, ডিব্রুগড় থেকে ২১ ডিসেম্বর রওনা দেবে ট্রেনটি। ২২ ডিসেম্বর পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশন। তিনি আরও জানান, ৫ বছরের নিচের শিশুদের জন্য কোনও ভাড়া লাগবে না। তবে ৫ বছরের বেশি এমনকী প্রবীণদেরও সম্পূর্ণ ভাড়া লাগবে।