ফের কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। এই নিয়ে গত ৫ দিনের মধ্যে ২ বার নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিশানা করেছে দেশের নয়া এই ক্ষেপণাস্ত্র।
গত শুক্রবার প্রথম ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণে সফল হয়েছিল ডিআরডিও। সেদিন বিকেল ৩ টে ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছিল, ‘মাঝারি পাল্লায় এবং মাঝারি উচ্চতায় পাাইলটবিহীন বিমানকে নিঁখুতভাবে সরাসরি নিশানা করার গুরুত্বপূর্ণ নজির গড়েছে কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র।’
কিউআরএসএএম-এর সফল উৎক্ষেপণ ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এক নতুন মাত্রা যোগ করল বলে দাবি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও)-এর। আধিকারিকরা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্রে যেসব ‘সাব-সিস্টেম’ তৈরি করা হয়েছে, তার সবগুলিই দেশীয়ভাবে তৈরি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, চলমান অবস্থায় নিশানাকে চিহ্নিত করতে পারবে এই ক্ষেপণাস্ত্র এবং কম সময়ের ব্যবধানে আঘাত হানতে পারে।
২০১৭ সালে ভারত প্রথম কুইক অ্যাকশন মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। এর সিস্টেমটি ৬টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।একসঙ্গে ছ’টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাডার এতটাই উন্নত যে ১০০টি টার্গেটে নজর রাখতে পারে। মোবাইল টু ভেহিকল থেকে নিক্ষেপ করা যায় এই সিস্টেম। এটি দেশীয় সমস্ত সাবসিস্টেমে ব্যবহার করা হয়।দিন-রাত কিংবা যে কোনও আবহাওয়ায় কাজ করতে সক্ষম।
নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিশানা করেছে নয়া ক্ষেপণাস্ত্র। সেজন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও) অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ট্যুইটারে প্রিতরক্ষামন্ত্রী বলেন, ‘পরপর দু'বার কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিওকে অভিনন্দন। প্রথম পরীক্ষায় গত ১৩ নভেম্বর নিশানায় নিখুঁত আঘাতের মাধ্যমে ব়্যাডার এবং ক্ষেপণাস্ত্রের ক্ষমতা প্রমাণ করেছে। আজকের পরীক্ষায় কাছাকাছি এলাকায় সরঞ্জাম চিহ্নিত করতে ক্ষেপণাস্ত্রের ভূমিকা দেখা হয়েছে।’
সীমান্তে চোখ রাঙাচ্ছে দুই প্রতিবেশী চিন ও পাকিস্তান। এমন আবহে নিজেদের সামরিক বহর ক্রমেই সুসজ্জিত করছে ভারত। দিন কয়েক আগেই ব্রাহ্মোসের এয়ার লঞ্চড ভার্সনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিআরডিও। গত মাসেই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অ্যান্টি রেডিয়েশন’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। সুখোই ৩০-এমকেআই বিমান থেকে সেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।