Advertisement
দেশ

Jammu And Kashmir Snowfall: কাশ্মীরে অবিরাম তুষারপাত, এক ধাক্কায় তাপমাত্রা কমল ১৩ ডিগ্রি; শীত চলে এল?

Jammu And Kashmir Snowfall
  • 1/10

জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি এলাকাগুলিতে সোমবার মরশুমের প্রথম তুষারপাত হয়েছে, যার ফলে সমগ্র অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে এসেছে।

Jammu And Kashmir Snowfall
  • 2/10

শ্রীনগরে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। অপরদিকে, জম্মুর বানিহালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, আর জম্মু শহরে রেকর্ড করা হয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।
 

Jammu And Kashmir Snowfall
  • 3/10


মৌসুমের এই প্রথম তুষারপাতের কারণে উপত্যকাজুড়ে ঠান্ডা হাওয়া বইছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন হালকা বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

Advertisement
Jammu And Kashmir Snowfall
  • 4/10

পীর কি গলি, রাজদানের পাহাড়ি এলাকা, সন্ধ্যা পাস, সিন্থানের পাহাড়ি এলাকা,  ডাকসুম, কোংদরি, গুলমার্দ, মিনিমার্গ এবং ভূস্বর্গের আরও অন্যত্রও তুষারপাত হয়েছে। এছাড়াও সমতলে বৃষ্টিপাত হয়েছে। এর সবেয়ে বেশি প্রভাব পড়েছে শ্রীনগরে। 

Jammu And Kashmir Snowfall
  • 5/10


আবহাওয়া দফতর হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মঙ্গলবারও। কষিকাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। বরফে ঢাকা পড়েছে জনপ্রিয় একাধিক ট্যুরিস্ট স্পট। 

Jammu And Kashmir Snowfall
  • 6/10

গুলমার্গ, পহেলগাঁও, সোনমার্গ, আরু ভ্যালি, চান্দওয়ারি এবং কোকেরনাগ  পীর ি গলিতে বরফ পড়েছে। পীর কি গলিতে মুঘল রোডের উপর জোজিলা পাসে তুষারপাত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লে জাতীয় সড়ক। 

Jammu And Kashmir Snowfall
  • 7/10

এছাড়াও জম্মু ও কাশ্মীরের আরও কয়েকটি পাহাড় এলাকাতেও ভারী তুষারপাত হয়েছে। অনন্থনাগ জেলার সিন্থন, গুলমার্গের আফাওয়াত, গুরেজ ভ্যালিতে রাজদান পাস সবচেয়ে প্রভাবিত। কাশ্মীর, শ্রীনগরে বৃষ্টিপাত হচ্ছে।
 

Advertisement
Jammu And Kashmir Snowfall
  • 8/10

শ্রীনগরে রাতারাতি দিনের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। ফলে পর্যটকদের পোয়াবারো। এক ট্যুরিস্ট বলেন, 'ভদেরওয়া একটি জনপ্রিয় স্পট। অক্টোবরের প্রথম সপ্তাহে এই পর্যটন স্থলে ভিড় থাকে। কিন্তু এ বছর আরও সুন্দর অভিজ্ঞতা হল আমাদের কারণ গোটা এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে।' 

Jammu And Kashmir Snowfall
  • 9/10

এক কাশ্মীরি পর্যটন ব্যবসায়ী বলেন, 'পর্যটনের পরশুমে এত দ্রুত তুষারপাত ইঙ্গিত করছে আমরা এই মরশুমে ফের পর্যটন ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারব। আমরা খুব আশাবাদী।'তবে দোদা এলাকায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য সতর্কবার্তাও জারি করেছে প্রশাসন। অযথা কাউকে রাস্তা বেরোতে নিষেধ করা হয়েছে। কিংবা নদী-ঝরনার ধারেও যেতে মানা করা হয়েছে।
 

Jammu And Kashmir Snowfall
  • 10/10


হাই অ্যালার্টে রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও। বর্তমান আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে যেন উদ্ধারকাজে তারা ঝাঁপিয়ে পড়তে পারেন, সেই নির্দেশিকাই দেওয়া হয়েছে। 

Advertisement