স্বাধীনতা দিবস ( Independence Day)-এর ঠিক একদিন আগে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের হামলার ছক বানচাল করল সেনা। পুলিশের হাতে গ্রেফতার ৪ জইশ জঙ্গি। পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গিরা স্বাধীনতা দিবসের দিন মোটর বাইকে IED-দ্বারা বিস্ফোরণের ছক কষেছিল।
কয়েকদিন আগে থেকেই জম্মু-কাশ্মীরে কড়া নজরদারি শুরু করেছে সেনা ও পুলিশ। তারই সূত্র ধরে পুলিশ ৪ জইশ জঙ্গি ও তাদের সাহায্যকারীদের গ্রেফতার করে। জানা গিয়েছে, ড্রোন থেকে ফেলা হাতিয়ার সংগ্রহ করে ওই জঙ্গিরা বড়সড় হামলার ছক কষেছিল।
তদন্তে নেমে পুলিশ সবথেকে প্রথমে গ্রেফতার করে মুঞ্জির মঞ্জুরকে। পুলওয়ামার ওই বাসিন্দা জইশ জঙ্গিদের সঙ্গে কাজ করত। তার কাছ থেকে একাধিক অস্ত্রও উদ্ধার হয়। এরপর আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।
এই তিনজনের মধ্যে একজনের নাম সোনু খান। সে উত্তরপ্রদেশের বাসিন্দা। সে জেরায় জানায়, পাকিস্তানের জইশ কমান্ডার তাকে হাতিয়ার সংগ্রহ করে অমৃতসরে রাখার কাজ দিয়েছিল। এছাড়াও পানিপথ অয়েল রিফাইনারিতেও রেইকির দায়িত্ব দেওয়া হয়েছিল সোনুকে। সে রেইকি করে পাকিস্তানে ভিডিও পাঠিয়েছিল।
তৌফিক নামের আর একজন ধৃত জঙ্গির বাড়ি শোপিয়া। জম্মু-কাশ্মীরে গিয়ে হামলার ছক কষার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। জম্মুতে IED বিস্ফোরণের জন্য তাকে বাইক কেনার নির্দেশও দেওয়া হয়েছিল।
আর এক ধৃতের নাম জাহাঙ্গির। পুলওয়ামার এই ব্যক্তি পুলওয়ামার একজন ফল ব্যবসায়ী। তবে পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল সে।