scorecardresearch
 
Advertisement
দেশ

হঠাত্‍ ফাটলে দু'ভাগ হয়ে গেল রাস্তা, কেদার-বদ্রীতে আতঙ্ক, ভয়াবহ ছবি

জোশীমঠের পর এবার ফাটল দেখা দিল বদ্রীনাথে।
  • 1/9

জোশীমঠের পর এবার ফাটল দেখা দিল বদ্রীনাথে। সেখানকার হাইরোডের পাঁচটি জায়গায় ফাটল দেখা গেছে। নতুন ফাটল দেখার পর বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) তাদের তথ্য প্রকাশ করেছে। বিআরও টিম ফাটলগুলির রক্ষণাবেক্ষণ করছে।

কর্ণপ্রয়াগেও এমন ঘটনা দেখা গেছে। 
  • 2/9

জোশীমঠ সহ উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ফাটলের অনেক ঘটনা সামনে এসেছে। এটি জোশীমঠ থেকে শুরু হয়েছিল, তারপরে কর্ণপ্রয়াগেও এমন ঘটনা দেখা গেছে। 
 

 ২৫টি বাড়িতে ফাটল।
  • 3/9

সম্প্রতি, বহুগুনা নগরের উপরের অংশে এবং বদ্রীনাথ হাইওয়ের কাছে অবস্থিত আইটিআই এলাকার সবজি বাজারের ফাটল দেখা দিয়েছে। এর পরে একটি দল পরিদর্শনের জন্য এসেছিল, যারা ২৫টি বাড়িতে বিশাল ফাটল পেয়েছিল।

Advertisement
৮টি বাড়ি অত্যন্ত বিপজ্জনক।
  • 4/9

এর মধ্যে ৮টি বাড়িকে অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। ওই বাড়িগুলিতে বসবাসকারী লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে।
 

 অনেক বাড়িতে ফাটল।
  • 5/9

সম্প্রতি কর্ণপ্রয়াগের মারোদা গ্রামেও অনেক বাড়িতে ফাটল দেখা গেছে। ঘরগুলোতে এমন ফাটল দেখা দিয়েছে যেন দেওয়ালে বাজ পড়েছে। এ ছাড়া ঘরবাড়ির ভিতও নড়ে গেছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রামবান এবং ডোডায় অবস্থিত বাড়িতেও ফাটল দেখা গেছে। 
 

সরকারি ব্যবস্থা।
  • 6/9

ভূমি ধসের ঘটনা সামনে আসার পর সরকার গৃহহীনদের জন্য বন্দোবস্তের পরিকল্পনা নিয়ে আসে। এর আওতায় জনগণকে ৩টি বিকল্প প্রস্তাব করা হয়েছে।

প্রকল্প।
  • 7/9

পরিকল্পনায় এটিও বলা হয়েছিল যে কোনও বিকল্প গ্রহণ করতে এবং সরকারী প্রকল্পের সুবিধা নিতে জনগণকে তাদের বাড়ি সরকারের নামে রেজিস্ট্রেশন করতে হবে।

Advertisement
বাড়ির ভিত নড়ে গেছে।
  • 8/9

সম্প্রতি কর্ণপ্রয়াগের মারোদা গ্রামেও অনেক বাড়িতে ফাটল দেখা গেছে। ঘরগুলোতে এমন ফাটল দেখা দিয়েছে যেন দেয়ালে বজ্রপাত হয়েছে। এ ছাড়া ঘরবাড়ির ভিতও নড়তে থাকে। 
 

বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক অংশে।
  • 9/9

এক থেকে দুই মিটার চওড়া ফাটল দেখা গিয়েছে বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক অংশে। বদ্রীনাথে তীর্থযাত্রার অন্যতম প্রধান রাস্তা এই জাতীয় সড়ক। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, বদ্রীনাথের পথে এই ফাটল নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কারণ নেই। আগামী এপ্রিল মাসে কেদারনাথ যাত্রা শুরু হওয়ার আগেই ফাটল মেরামত করে দেওয়া হবে।
 

Advertisement