মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। সিধি জেলায় যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে পড়ে যায়। সিধি জেলার রামপুরে নাইকিন নামে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। (সিধি থেকে হরিওম সিংয়ের রিপোর্ট)
প্রায় ৫৪ জন যাত্রী ওই বাসে ছিলেন। দুর্ঘটনার পরে ৭ জন সাঁতার কেটে বেরিয়ে আসেন, এখনও পর্যন্ত ৩৫ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো বাসটি এখন জলের তলায় রয়েছে।
দুর্ঘটনার পরে বানসাগর বাঁধ থেকে জল ছাড়া আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ বাঁধের জলে বাসটি ভেসে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। ক্রেনের সাহায্যে বাসটিকে জলের উপরে তোলার চেষ্টা চলছে।
দুর্ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কথা বলেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সেই সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ এলাকায় প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পড়েই উদ্ধার অভিযানের গতি বাড়ানো হয়। সংশ্লিষ্ট সব দফতরকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।