scorecardresearch
 
Advertisement
দেশ

MP Bus Accident : খালে ডুবল যাত্রীবোঝাই বাস, উদ্ধার ৩৫টি দেহ, দেখুন PHOTOS

বাস দুর্ঘটনা
  • 1/7

মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। সিধি জেলায় যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে পড়ে যায়। সিধি জেলার রামপুরে নাইকিন নামে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। (সিধি থেকে হরিওম সিংয়ের রিপোর্ট)
 

৫৪ জন যাত্রী ওই বাসে
  • 2/7

প্রায় ৫৪ জন যাত্রী ওই বাসে ছিলেন। দুর্ঘটনার পরে ৭  জন সাঁতার কেটে বেরিয়ে আসেন, এখনও পর্যন্ত ৩৫ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো বাসটি এখন জলের তলায় রয়েছে।

আপাতত বন্ধ রাখা
  • 3/7

দুর্ঘটনার পরে বানসাগর বাঁধ থেকে জল ছাড়া আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ বাঁধের জলে বাসটি ভেসে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। ক্রেনের সাহায্যে বাসটিকে জলের উপরে তোলার চেষ্টা চলছে। 

Advertisement
উচ্চপদস্থ আধিকারিকদের
  • 4/7

দুর্ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কথা বলেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সেই সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ এলাকায় প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি।

অভিযানের গতি
  • 5/7

মুখ্যমন্ত্রীর নির্দেশের পড়েই উদ্ধার অভিযানের গতি বাড়ানো হয়। সংশ্লিষ্ট সব দফতরকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিআরএফ।
  • 6/7

ডুবুরি নামিয়ে চলছে উদ্ধারকাজ। সেই সঙ্গে উদ্ধারে হাত লাগিয়েছে এনডিআরএফ।
 

 মৃত্যুর আশঙ্কা করা
  • 7/7

বেশ কয়েকজনের আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দ্রুত গতিতে চলছে উদ্ধারকার্য।

Advertisement