ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় কামাল দেখালেন কোটার মেয়ে অঞ্জলি বিড়লা। প্রথম সুযোগেই IAS উত্তীর্ণ হলেন অঞ্জলি।
অঞ্জলি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং ডাঃ অমিতা বিড়লার ছোট মেয়ে। আইএসএস তালিকায় নাম পাওয়ার পরে কোটার শক্তি নগরে বিড়লাদের বাসভবনে এখন উৎসবের মেজাজ।
কোটার সোফিয়া স্কুল থেকে দ্বাদশ শ্রেণিতে পাস করার পরে দিল্লির রামজস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন অঞ্জলি। এরপর এক বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নেন স্পিকার কন্যা।
অঞ্জলি বলেন, তিনি প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা প্রস্তুতি নেন। পরীক্ষার জন্যও তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলি বেছে নিয়েছিলেন।
প্রথম প্রয়াসে সাফল্য পাওয়ার জন্য দিদি আকাঙ্খাকেই কৃতীত্ব দিচ্ছেন অঞ্জলি। দিদি যেভাবে তাঁকে উৎসাহিত করেছিল তা বারবার উল্লেখ করছেন অঞ্জলি।
জানা যাচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক অঞ্জলির প্রথম তালিকায় নাম না বেড়নোয় মন খারাপ হয়েছিল। তবে দ্বিতীয় তালিকায় নাম ওঠায় ভীষণ খুশি ওম বিড়লার আদরের ছোট মেয়ে।
ছোট থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা অঞ্জলির স্বপ্ন ছিল সমাজের সেবা করা। সে কারণেই তিনি ইউপিএসসি পরীক্ষার দিকে ঝুঁকেছিলেন।
অঞ্জলি বলেছেন তিনি যে কোনও বিভাগের হয়েই কাজ করতে প্রস্তুত। তবে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করার সুযোগ পেলে বেশি আনন্দ পাবেন।
তিনি বলেন কোটার বাবা-মারা সাধারণত বাচ্চাদের জীববিজ্ঞান বা অঙ্ক নিয়েই বেশি উৎসাহিত করেন, তবে এই দুটি বিষয়ের বাইরেও বড় বিশ্ব রয়েছে।
সপ্তদশ লোকসভার স্পিকার পদে তাঁর ওপর ভরসা রেখেছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের কোটা থেকে দু’দফার বিজেপি সাংসদ ওম বিড়লার ওপর দেওয়া হয় সংসদের নিম্নকক্ষ লোকসভার দায়িত্ব।
রাজস্থানের দু’দফার বিধায়কও ছিলেন ৫৭ বছরের ওম বিড়লা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রামনারায়ণ মিনাকে ২ লক্ষ ৮০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন ওম বিড়লা৷