scorecardresearch
 
Advertisement
দেশ

SAM Launcher: ২৪৪৮ কি.মি গতিতে শত্রুকে ধ্বংস করবে ভারতের এই মিসাইল, পরীক্ষা সফল

মিসাইল তৈরি
  • 1/8

ভারতীয় সেনাদের জন্য বানানো মধ্যম-রেঞ্জের মিসাইল (Medium Range Surface to Air Missile - MRSAM) বায়ুতে আক্রমণ করার জন্য ২৭ মার্চ ২০২০ এর পরিসরে বালাসরে স্থিত ইন্টিগ্রেটেড সেন্টারে সফল পরীক্ষা করা হয়েছে। মিসাইল এর পুরো শক্তির সঙ্গে কয়েক মিনিটের মধ্যে টার্গেটকে ধ্বংস করে দিয়েছে।

মিসাইল তৈরি
  • 2/8

এই মিসাইলের রক্ষা অনুসন্ধান পর্ব বিকাশ সংগঠন (DRDO) ডিআরডিও ইসরায়েলের IAI কোম্পানির সঙ্গে মিলে তৈরি করেছে। ইজরায়েলের কাছ থেকে ভারত পেয়েছে Barak Missile, রয়েছে এমআরএসএএম MRSAM। আক্রমণ করার জন্যই surface-to-air মিঃসাইলস।

মিসাইল তৈরি
  • 3/8

এমআরএস এএম মিডিয়াম রেঞ্জ surface-to-air মিসাইলস। এর ওজন প্রায় ২৭৫ কিলোগ্রাম।  লম্বা সাড়ে ৪ মিটার এবং চওড়া .45 মিটার থাকে। এই মিসাইল ৬০ কেজি ওয়ারহেড অর্থাৎ বারুদ লোড করা যেতে পারে। এটি দুটো স্টেজের মিসাইল। লঞ্চ হওয়ার পরে কম ধোঁয়া ছাড়ে।

Advertisement
মিসাইল তৈরি
  • 4/8

একবার লঞ্চ হওয়ার পরে এমআরএসএল আকাশের সোজা ১৬ কিলোমিটার পর্যন্ত টার্গেটকে ফেলে দিতে পারে। যদিও এর রেঞ্জ আধ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আসা যে কোনও বিরুদ্ধ যান, শত্রুপক্ষের ড্রোন, মিসাইলকে নাস্তানাবুদ করতে পারে।

মিসাইল তৈরি
  • 5/8

এমআরএসএএম এর নতুন বিষয় হল রেডিও ফ্রিকোয়েন্সি ট্রেসার। অর্থাৎ শত্রু যদি ভাওতা দেওয়ার জন্য শুধু রেডিও ব্যবহার করার চেষ্টা করে। তাহলে সেটিকে পেড়েফেলবে। এর গতি ৬৮০ মিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ ২৪৪৮ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বলে জানা গিয়েছে।

মিসাইল তৈরি
  • 6/8

ভারতীয়রা ইসরায়েলের কাছ থেকে এমআরএসএল মিসাইলের ৫ টি রেঞ্জ কেনার বিষয়ে কথা বলেছে। এই ডিলের খরচ প্রায় ১৭ হাজার কোটি টাকা। মিসাইলের উপযোগ ভারতের বায়ু সুরক্ষা কবচ বানাতে সাহায্য হবে। আশা করা যাচ্ছে যে ২০২৩ এর মধ্যেই অস্ত্র চলে আসবে।

মিসাইল তৈরি
  • 7/8

ভারতের ইজরায়েলের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে। ভারতের ১৯৯৬ সালের ৩২টি সার্চার আনম্যানড ভেহিকেল কিনেছিল। এছাড়া লেজার গাইডেড বোমও কেনা হয়েছে। বারাক মিসাইল SAM মিসাইলের দুর্দান্ত নমুনা।

 

Advertisement
মিসাইল তৈরি
  • 8/8

বিশাখাপত্তনম গাইডেড মিসাইল INS Visakhapatnam বিধ্বংসী ৩২ anti-aircraft মিসাইল লঞ্চ করা সম্ভব। যার রেঞ্জ ১০০ কিলোমিটার পর্যন্ত। এছাড়া আরও একটি মিসাইল যার রেঞ্জ দেড়শ কিলোমিটার এর মধ্যে 16 anti-ship অথবা ল্যান্ড ব্রহ্মস মিসাইল লাগানো থাকতে পারে। অর্থাৎ এই দুটি মিসাইল থেকে যুদ্ধ জাহাজে সমুদ্রে শয়তানের মত শত্রুর জাহাজ এবং বিমানকে মৃত্যু হয়ে আছড়ে পড়তে পারে।

Advertisement