চলতি মরসুমে এ যাবত্কালের সবচেয়ে ভয়াবহ বৃষ্টি দেখছে মহারাষ্ট্রের একটি বড় অংশ। এই মুহূর্তে জলের তলায় গোটা মুম্বই শহর। এক কোমর জল থানে, পুনে, লোনাভালা সহ বিস্তীর্ণ এলাকায়।
এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন হাওয়া অফিস পূর্বাভাসে জানাল, আগামী ৩ ঘণ্টায় অতিভারীর চেয়েও বেশি বৃষ্টি হবে। ফলে একেবারে স্তব্ধ হয়ে যেতে পারে জনজীবন।
পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টা খুবই উদ্বেগের। অতি বৃষ্টির জেরে মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও বন্যা পরিস্থিতি। কঙ্কন, মরাঠাওয়াড়া এবং পশ্চিম মহারাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি চলছে।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের দুর্যোগ মোকাবিলা বিভাগের তথ্য অনুযায়ী, টানা চার দিনে বৃষ্টির কারণে এখনও পর্যন্ত রাজ্যে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে।
ইতিমধ্যেই সব স্কুল বন্ধ করা হয়েছে। থানে, নভি মুম্বই, লোনাভালায় স্কুল, কলেজ, অফিস, সব বন্ধ। মুম্বই ও শহরতলিতে আজ অর্থাত্ বুধবার ১৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
মুম্বইয়ে বিমান চলাচলেও ব্যাঘাত ঘটছে। একাধিক ফ্লাইট দেরি হচ্ছে বা সময়সূচি বদল করা হচ্ছে। ভ্রমণ পরামর্শ জারি করে ইন্ডিগো এবং স্পাইসজেট যাত্রীদের সতর্ক করেছে সম্ভাব্য ব্যাঘাতের বিষয়ে। তারা জানিয়েছে, যাত্রা শুরুর আগে অবশ্যই ফ্লাইটের স্টেটাস দেখে নিতে হবে।
দুই সংস্থাই যাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা কাস্টমার কেয়ার পরিষেবার মাধ্যমে রিয়েল টাইম আপডেট নেওয়ার পরামর্শ দিয়েছে। টানা বৃষ্টিতে দৃশ্যমানতা এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সমস্যা তৈরি হওয়ায় যাত্রীদের আগে থেকেই পরিকল্পনা করে চলতে ও বিমানবন্দরে পৌঁছতে অতিরিক্ত সময় রাখতে বলা হয়েছে।
বিমান সংস্থাগুলি জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি তারা সজাগ নজরে রাখছে এবং যাত্রীদের অসুবিধা কমানোর জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
IMD মুম্বইয়ের জন্য আজ অর্থাত্ ২০ অগাস্টও প্রবল বৃষ্টির অ্যালার্ট দিয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। মঙ্গলবার সারাদিন ধরে টানা বৃষ্টিতে মুম্বই শহর, শহরতলি ও আশপাশের এলাকায় জল জমে যায়। অনেক রাস্তাই নদী।
মুম্বইয়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয় সাধারণত জুলাই মাসে। অগাস্টে গড়ে ৫৬০ মিলিমিটারের আশপাশে বৃষ্টি হয়। এখনও ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়ে গিয়েছে, মাত্র ৩ দিনেই।
এর আগে ২০২০ সালের অগাস্টে মুম্বইয়ের সান্তাক্রুজে ১,২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এ বার গত পাঁচ দিনে সেখানে বৃষ্টি হয়েছে ৭৯১ মিলিমিটার।