Advertisement
দেশ

Narendra Modi In INS Vikrant: 'রাতভর ছটফট করেছি...' INS বিক্রান্তে রাত কাটানোর অভিজ্ঞতা শেয়ার করলেন মোদী

Narendra Modi In INS Vikrant
  • 1/10


 


গোয়ায় INS বিক্রান্তে নৌসেনা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতভর INS বিক্রান্তে সেনার মাঝেই ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা শেয়ার করলেন প্রধানমন্ত্রী। 

Narendra Modi In INS Vikrant
  • 2/10


সোমবার সকালে সূর্যোদয় দেখেন INS বিক্রান্ত থেকে। এরপর দীপাবলি সেলিব্রেট করেন নৌসেনা বাহিনীর সদস্যদের সঙ্গেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'এবছর স্বদেশি যুদ্ধজাহাজ INS বিক্রান্তে নৌসেনা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করছি।'

Narendra Modi In INS Vikrant
  • 3/10

INS যুদ্ধজাহাজের কেরিয়ারে রাত কাটানোর অভিজ্ঞতা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, 'কাল থেকে আপনাদের মধ্যে রয়েছি। প্রত্যেক মুহূর্তে আপনাদের থেকে কিছু না কিছু শিখেছি। সারা রাত ছটফট করেছি। আপনাদের একাগ্রতা একটাই উচ্চমানের, তা আমি আয়ত্ত করতে পারিনি। তবে অনুভব করেছি নিশ্চয়ই। কল্পনা করতে পারি এই অভিজ্ঞতা অর্জন করা কতটা কষ্টসাধ্য।'

Advertisement
Narendra Modi In INS Vikrant
  • 4/10


রাতে গভীর সমুদ্র এবং সকালে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা দীপাবলি আরও স্পেশাল করে তুলেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
 

Narendra Modi In INS Vikrant
  • 5/10

মোদী বলেন, 'একদিকে অনন্ত আকাশ আর অন্য দিকে অনন্ত শক্তির প্রতীক এই বিশালাকৃতি INS বিক্রান্ত। সমুদ্রের জলে সূর্যের কিরণ পরে সেই ঝলক, বীপ সেনার জ্বালানো দীপাবলির প্রদীপের শিখার মতো উজ্জ্বল।'

Narendra Modi In INS Vikrant
  • 6/10


প্রধানমন্ত্রী আরও বলেন, 'কয়েক মাস আগেই আমরা দেখেছিলাম, INS বিক্রান্তের নাম শুনতেই পাকিস্তানের মধ্যে
আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। INS বিক্রান্ত এমন একটা নাম যা শুনলেই শত্রুদের মনোবল ভেঙে দিতে যথেষ্ট। এটাই INS বিক্রান্তের শক্তি। এই সময়ে দাঁড়িয়ে আমাদের সশস্ত্র সেনাকে স্যালুট জানাই।'

Narendra Modi In INS Vikrant
  • 7/10

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, নৌসেনা সদস্যরা দেশভক্তির গান গাইছেন এবং অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করছেন, এ দেখার সৌভাগ্য অন্যরকম। তাঁর কথায়, 'যুদ্ধের ময়দানে একজন সেনাকে অনুভব করা শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না।'

Advertisement
Narendra Modi In INS Vikrant
  • 8/10

প্রধানমন্ত্রী INS বিক্রান্তকে আত্মনির্ভর এবং মেক ইন ইন্ডিয়ার প্রতীক বলে উল্লেখ করেন। সেদিন দেশ স্বদেশি INS বিক্রান্ত পেয়েছিল, সেই দিন ভারতীয় নৌসেনা পরাধীনতার এক বড় প্রতীক চিহ্ন ত্যাগ করে দিয়েছিল। এমনটাই উল্লেখ করেন তিনি। 

Narendra Modi In INS Vikrant
  • 9/10

প্রধানমন্ত্রী বলেন, 'নৌসেনার শক্তিশালী হওয়ার জন্য আত্মনির্ভর হওয়ার আরও বেশি করে প্রয়োজন। গত এক দশক ধরে আমাদের সেনা দ্রুত আত্মনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে। হাজার হাজার জিনিসের তালিকা তৈরি করেছে তারা যেগুলি বাইরে থেকে আমদানি করতে হবে না। সেনার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিস এ দেশের তৈরি করা হচ্ছে।'

Narendra Modi In INS Vikrant
  • 10/10


১১ বছরে প্রতিরক্ষা খাতে উৎপাদন ৩ গুণ বেড়ে গিয়েছে। প্রতি ৪০ দিনে একটা না একটা যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনার হাতে আসছ। ভারত এবার বিশ্বের মধ্যে বড় প্রতিরক্ষা খাতে উৎপাদনকারী দেশে পরিণত হবে। বিশ্বের অনেক দেশই ভারতের থেকে ব্রহ্মস মিসাইল কিনতে চাইছে। প্রতিরক্ষা খাতে স্টার্ট আপের উপর জোর দেন মোদী। 

Advertisement