scorecardresearch
 
Advertisement
দেশ

Neeraj Chopra-কে সামরিক পুরস্কার, গণতন্ত্র দিবসে সম্মানিত হবেন সোনার ছেলে

নীরজকে সামরিক সম্মান
  • 1/7

প্রজাতন্ত্র দিবসে সম্মানিত হবেন টোকিয়ো অলিম্পকে সোনাজয়ী নীরজ চোপড়া। পরম বিশিষ্ট সেবা মেডেল পাবেন ভারতীয় সেনার সুবেদার। 

নীরজকে সামরিক সম্মান
  • 2/7

চার রাজপুতানা রাইফেলসের সুবেদার হিসেবে কর্মরত সোনাজয়ী অ্যাথলিট। ২০১৬ সালে ওই পদে নিযুক্ত হন নীরজ।

নীরজকে সামরিক সম্মান
  • 3/7

৭৩ তম গণতন্ত্র দিবসের প্রাক্কালে ৩৮৪ জনকে বীরত্বের জন্য পুরস্কৃত করার তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে ১২ শৌর্য চক্র, ২৯ পরম বিশিষ্ট সেবা মেডেল, ৪ উত্তম যুদ্ধ সেবা মেডেল, ৫৩ অতিবিশিষ্ট সেবা মেডল, ১৩ যুদ্ধ সেবা মেডেল। এছাড়া ১২২ বিশিষ্ট সেবা মেডেল, ৮১ সেনা মেলেড (গ্য়ালান্ট্রি), ২ বায়ু সেনা মেডেল, ৪০ সেনা মেডেল, ৮ নৌসেনা মেডেল, ১৪ বায়ুসেনা মেডেলও রয়েছে। সেই তালিকায় রয়েছে নীরজের নামও। 

Advertisement
নীরজকে সামরিক সম্মান
  • 4/7

জানা গিয়েছে, এবার রাজপথে হরিয়ানার ট্যাবলোয় অংশ নেবেন ১০ অলিম্পিয়ান। থাকবে নীরজ শর্মার প্রতিকৃতিও। 

নীরজকে সামরিক সম্মান
  • 5/7

গত ৭ অগাস্টের সন্ধ্যায় দেশকে ঐতিহাসিক মুহূর্ত উপহার দিয়েছিলেন নীরজ। অলিম্পিকে টোকিয়োর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম থ্রোয়েই ৮৭ মিটারের গণ্ডি পার করেছিল তাঁর বর্শা।  ছুড়েছিলেন ৮৭.০৫ মিটার দূরে।

নীরজকে সামরিক সম্মান
  • 6/7

দ্বিতীয় চেষ্টায় আরও এগিয়েছিলেন। নীরজের বর্শা ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে। তার পর সোনা জয় আটকায়নি। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয়ের নজির গড়েছেন হরিয়ানার নীরজ। 
 

নীরজকে সামরিক সম্মান
  • 7/7

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন নীরজ। তাঁর লক্ষ্য এখন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগ। এছাড়া ২০২২ সালে কমনওয়েলথে গেমসেও দুর্দান্ত কিছু করে দেখাতে চাইছেন হরিয়ানভি অ্যাথলিট।          

Advertisement