scorecardresearch
 
দেশ

Sikkim Snowfall Friday Weather North Bengal: নর্থ সিকিমে ব্যাপক তুষারপাত, কালবৈশাখীর প্রমাদ গুনছে উত্তরবঙ্গও

তুষারপাত সিকিমে
  • 1/11

Sikkim Snowfall Friday Weather North Bengal: কমলা সতর্কতা ছিলই। উত্তরবঙ্গ সহ লাগোয়া সিকিমেও দুর্যোগ হবে বলে জানিয়েছিল সিকিম আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছিল, ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে।

তুষারপাত সিকিমে
  • 2/11

রাত পোহানোর আগেই উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা ঢাকল সাদা তুষারের চাদরে। উত্তরবঙ্গ লাগোয়া ভুটানেও তুষারপাতের খবর মিলেছে।

তুষারপাত সিকিমে
  • 3/11

বৃহস্পতিবার রাত থেকেই নাথুলা, ছাঙ্গু হ্রদ এবং পার্শ্ববর্তী এলাকায় তীব্র তুষারপাত হয়। এতে যাত্রীদের চলাচলে প্রভাব ফেলে। সিকিম সরকারের তরফ থেকে এই সব এলাকা থেকে পর্যটকদের বের করে এলাকা সিল করে দেওয়া হয়েছে।
 

তুষারপাত সিকিমে
  • 4/11

প্রবল তুষারপাতের পরে পূর্ব সিকিমের উপরের অংশে ছাঙ্গু হ্রদ দেখতে গিয়ে আটকে পড়েন মহিলা ও শিশু সহ এক হাজারেরও বেশি পর্যটক।তাদের ফের সেনাবাহিনী দিয়ে উদ্ধার করা হয়। সিকিম সরকার ও সেনাবহিনীর তরফে জানানো হয়, ১৬ মার্চ বিকেলে নাথু লা, ছাঙ্গু হ্রদ এবং পার্শ্ববর্তী এলাকায় প্রচণ্ড তুষারপাতের ফলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে।

 

তুষারপাত সিকিমে
  • 5/11

সর্বত্র তুষার জমে যাওয়ার কারণে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে যায়। যার ফলে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এক হাজারের বেশি পর্যটক এবং ২০০র বেশি গাড়ি আটকে পড়ে। তড়ঘড়ি উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী।

তুষারপাত সিকিমে
  • 6/11

যদিও কোনও রকম বিপদের খবর নেই। আপাতত উত্তরবঙ্গের একাধিক এলাকা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিন রাতে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

তুষারপাত সিকিমে
  • 7/11

নতুন করে যাঁরা আগামী কয়েকদিনে ওই সব এলাকা যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই সব পর্যটকদের জন্য খারাপ খবর। তুষারপাতের জেরে ছাঙ্গু লেক, নাথুলা ও বাবা মন্দিরের রাস্তায় পারমিট দেওয়া বন্ধ রাখল সিকিম প্রশাসন। এর জেরে শিলিগুড়িতে আটকে পড়েছেন সিকিম ঘুরতে আসা পর্যটকেরা।

তুষারপাত সিকিমে
  • 8/11

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই লাগাতার তুষারপাত হচ্ছে সিকিমে। রাস্তায় কয়েক ইঞ্চি বরফের স্তর জমা হয়ে রয়েছে। যেকারণে সেখান দিয়ে কোনওভাবেই গাড়ি চলাচল সম্ভব নয়।

তুষারপাত সিকিমে
  • 9/11

শুক্রবার সকালেও শিলিগুড়ি এনজেপি স্টেশন, জংশন থেকে প্রচুর পর্যটকেরা সিকিমে গিয়েছে। সিকিম ন্যাশনালজড ট্রান্সপোর্টের স্ট্যান্ড থেকেও বাসে সিকিমে যাচ্ছেন পর্যটকেরা। কিন্তু এদিন সকালে শিলিগুড়িতে এসে অনেকেই জানতে পারেন ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা বন্ধ।

তুষারপাত সিকিমে
  • 10/11

যদিও তবুও তাঁরা গ্যাংটক গিয়েছেন। শুক্রবার নতুন করে তুষারপাত না হলে শনিবার সুযোগ মিললেও যেতে পারে। সিকিম পর্যটনের তরফে জানানো হয়েছে, যদিও আগামী সপ্তাহে আবহাওয়া ও পরিস্থিতি ঠিক থাকলে রাস্তা খুলে দেওয়া হতে পারে।
 

তুষারপাত সিকিমে
  • 11/11

হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট এর সম্পাদক সম্রাট সান্যাল বলেন,'' ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা সহ বেশকিছু জায়গায় ব্যাপক তুষারপাত। শুক্রবার সকাল থেকে পর্যটকদের জন্য এই রাস্তা বন্ধ রাখা হয়েছে।''