scorecardresearch
 
Advertisement
দেশ

Odisha Train Accident: বগিতে ছড়িয়ে খাবার-চটি-ব্যাগ-চাপ রক্ত-গোঙানি, বালেশ্বর দুর্ঘটনার হাড়হিম সব ছবি রইল

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 1/16

আধ খাওয়া খাবারগুলি ছড়িয়ে রয়েছে। চটি, জুতো, ব্যাগ। তারই মধ্যে চাপ রক্ত জমাট বাঁধা। দেহগুলি ছিন্নবিচ্ছিন্ন হয়ে রয়েছে। সব ছবি সৌজন্য: India Today

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 2/16

উল্টে যাওয়া বগির মধ্যে থেকে কোনও একটি হাত একটু নড়ছে। অপেক্ষা করছে, তাঁকে যদি কেউ উদ্ধার করে, বেঁচে যেতে পারেন। 
 

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 3/16

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার মতো বড় রেল দুর্ঘটনা এযাবত্‍ ঘটেনি। 
 

Advertisement
বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 4/16

ট্রেন দুর্ঘটনার পরে যাত্রীরা জানলা ভেঙে বাইরে বেরনোর চেষ্টা করছিলেন। কিন্তু অনেকেই পারেননি। 
 

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 5/16

দুর্ঘটনার অভিঘাতে ট্রেনে আগুন লেগে যাওয়ায় অনেকে জীবন্ত পুড়ে মারা গিয়েছেন ট্রেনেই। সেই ঝলসে যাওয়া দেহগুলিও পড়ে রয়েছে বগিগুলিতে। 
 

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 6/16

দেশলাই বাক্সের মতো বগিগুলি একটার উপরে আরেকটা উঠে গিয়েছে। এখনও উল্টে যাওয়া বগিগুলিতে এমার্জেন্সি অ্যালার্ম বেজে চলেছে। 
 

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 7/16

বাঁচার আশায় এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়েছিলেন অনেক যাত্রী। শুক্রবার সন্ধে ৬টা ৫১ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বালেশ্বরে দুর্ঘটনা এলাকা মৃত্যুপুরী। 

Advertisement
বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 8/16

কত দেহ এখনও বগিগুলির নীচে আটকে রয়েছে, তা খুঁজে বের করছে এনডিআরএফ ও সেনা।
 

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 9/16

দুর্ঘটনাগ্রস্থ হয়েছে ১২৮৪১ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। সন্ধ্যা ৭টা বেজে ৮ মিনিট নাগাদ প্রথম এই দুর্ঘটনার খবর আসে। 

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 10/16

জানা গিয়েছে, সকাল ৯টা বেজে ১৫ মিনিট নাগাদ ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছাড়ে। বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনের কাছে এই ট্রেনটি দ্রুতগতিতে সামনে থেকে আসা একটি মালগাড়ির উপর উঠে পড়ে।

বালেশ্বর দুর্ঘটনার ভয়াবহ সব ছবি
  • 11/16

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রচুর পশ্চিমবঙ্গের বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাসন্তীর ৫ বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 
 

Advertisement
মৃত বাসন্তীর ৫ বাসিন্দা
  • 12/16

এদের মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। 

বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দুজনের মৃত্যু হয়েছে
  • 13/16

এরা সকলেই পরিযায়ী শ্রমিক। অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। এর আগেও একাধিক বার গিয়েছিলেন। এ ছাড়াও এই বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম বিকাশ হালদার, সঞ্জয় হালদার। 

হাওড়ায় একটি রিলিফ ট্রেন এসেছে
  • 14/16

হাওড়ায় একটি রিলিফ ট্রেন এসেছে। সেই ট্রেনে দুর্ঘটনায় আহত যাত্রীদের নিয়ে আসা হচ্ছে। 

হাওড়ায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে
  • 15/16

হাওড়ায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এক নজরে হেল্পলাইন নম্বর: 22933 ও BSNL No. 033-26413660। প্রথমে করমণ্ডল এক্সপ্রেসই তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে আগে চলতে-থাকা একটি মালগাড়ির পিছনে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়।

Advertisement
কীভাবে দুর্ঘটনা ঘটল
  • 16/16

 ২৩টি কামরার মধ্যে ১৫টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে ও নয়ানজুলিতে। সেই লাইন দিয়ে তখন আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।  করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলি গিয়ে পড়ে ডাউন লাইনের উপর। বেঙ্গালুরু-হাওড়া ডাউন ট্রেনটি সেই বেলাইন কামরাগুলির উপর এসে পড়ে। হাওড়াগামী সেই ট্রেনটিরও দু’টি কামরা লাইনচ্যুত হয়। 

Advertisement