scorecardresearch
 
Advertisement
দেশ

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 1/9

Omicron ভ্যারিয়েন্ট নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। ইতিমধ্যেই ১৪টি দেশে সতর্কতা জারি করা হয়েছে। ভারতে যদিও এখনও এই ভাইরাস প্রবেশ করতে পারেনি। এই কথা জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 2/9

তবে এই ভাইরাসকে নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন তিনি। দিয়েছেন সবাইকে সতর্ক থাকার বার্তা। এখন অনেকের মনে প্রশ্ন, যাঁরা করোনার ভ্যাকসিন নিয়েছেন তাঁরা Omicron-এ আক্রান্ত হলে কী হবে ? 

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 3/9

সেক্ষেত্রে কি কাজ করবে করোনার ভ্যাকসিন? যে সব কোম্পানি ভ্যাকসিন নির্মাণ করেছে তারা কী বলছে আসুন দেখি। 

Advertisement
Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 4/9

Pfizer Vaccine-এর CEO Albert Bourla জানিয়েছেন, Omicron নিয়ে কাজ শুরু করে দিয়েছে তাঁদের কোম্পানি। এখন টেস্টিং চলছে। যে ভ্যাকসিন করোনার জন্য দেওয়া হয়েছে তা Omicron-এর বিরুদ্ধে কাজ করবে কি না সেটা জানা যাবে কিছুদিনের মধ্যে। 

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 5/9

Moderna vaccine-এর তরফে জানানো হয়েছে, তাঁদের ভ্যাকসিন Omicron-প্রতিরোধে কাজ করবে। তবে যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের অবিলম্বে তা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। 

 

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 6/9

 Johnson & Johnson আবার Omicron-এর জন্য বিশেষ ভ্যাকসিন তৈরি করতে শুরু করে দিয়েছে। 

 

 

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 7/9

AstraZeneca-র দাবি, তাঁদের ভ্যাকসিন যাঁরা নিয়েছেন, তাঁদের কোনও ক্ষতি হবে না। তাঁদের তৈরি ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। তার প্রমাণও পাওয়া গেছে। 

Advertisement
Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 8/9

প্রসঙ্গত, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও বেশি সংক্রামক হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। 
 

Omicron-এ কাজ করবে ভ্যাকসিন? যা জানালেন প্রস্তুতকারকরা
  • 9/9

রাশিয়ান ভ্যাকসিন Sputnik V দাবি করেছে, তাদের ভ্যাকসিনও Omicron-এর বিরুদ্ধে কাজ করতে সক্ষম। তাও তারা পরীক্ষা করছে। ও বুস্টার ডোজ বাজারে আনার চেষ্টা করছে। 

 

 

Advertisement