Advertisement
দেশ

PM Modi Chenab Bridge: বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করলেন PM মোদী, দেখুন ছবি

  • 1/19

জম্মু-কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজের উদ্বোধন করলেন।
 

  • 2/19

 ‘শ্রী মা বৈষ্ণো দেবী কাটরা’ এবং ‘শ্রীনগর’-এর মধ্যে চলবে এমন দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন।

  • 3/19

এই দু'টি ট্রেনের উদ্বোধনের মাধ্যমেই সম্পূর্ণ ২৭২ কিমি দীর্ঘ ইউএসবিআরএল (Udhampur-Srinagar-Baramulla Rail Link) প্রকল্পের কাজ সম্পূর্ণ হল।

Advertisement
  • 4/19

ইউএসবিআরএল প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ।

  • 5/19

চেনাব নদীর উপর এই সেতুটি নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত। এটি আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু।

  • 6/19

এই প্রকল্পে ব্যয় হয়েছে আনুমানিক ₹৪৩,৭৮০ কোটি টাকা।
 

  • 7/19

প্রকল্পে রয়েছে মোট ৩৬টি সুড়ঙ্গ। এরর মোট দৈর্ঘ্য ১১৯ কিলোমিটার।

Advertisement
  • 8/19

 সব মিলিয়ে এই প্রকল্পে মোট ৯৪৩টি সেতু রয়েছে। এর ফলে জম্মু ও কাশ্মীরে সব ঋতুতেই নির্বিঘ্নে রেল যোগাযোগ মিলবে।
 

  • 9/19

কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে জুড়তে এই প্রকল্পকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • 10/19

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই রেল সংযোগ কাশ্মীরের মানুষের যাতায়াতে আমূল পরিবর্তন আনবে।
 

  • 11/19

 এটি কাশ্মীর উপত্যকায় আর্থিক সমৃদ্ধি আনবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
  • 12/19

শুধু রেলই নয়, সড়ক এবং ট্র্যাফিক পরিকাঠামোতেও গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
 

  • 13/19

সীমান্তবর্তী অঞ্চলগুলিতে রেল চলাচল সহজ করতে একাধিক রাস্তা ও ফ্লাইওভার প্রকল্পও উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী মোদী।
 

  • 14/19

এর মধ্যে রয়েছে NH-701 নম্বর জাতীয় সড়কের অন্তর্গত রফিয়াবাদ থেকে কুপওয়ারা পর্যন্ত রাস্তার সম্প্রসারণ।
 

  • 15/19

রয়েছে NH-444-তে শোপিয়ান বাইপাস প্রকল্পও।
 

Advertisement
  • 16/19

এছাড়াও শ্রীনগরের সাংগ্রামা ও বেমিনা জংশনে দুটি নতুন ফ্লাইওভার উদ্বোধন করা হবে।
 

  • 17/19

এই প্রকল্পগুলি উদ্বোধনের ফলে শুধু সাধারণ মানুষ নয়, সেনাবাহিনীর চলাচলও অনেক সহজ হবে।
 

  • 18/19

একদিকে রেল যোগাযোগ, অন্যদিকে সড়ক পরিকাঠামো—উভয় ক্ষেত্রেই জোর দেওয়া হচ্ছে এই প্রকল্পগুলির মাধ্যমে।

  • 19/19

সরকারের দাবি, এই উদ্যোগের ফলে কাশ্মীর দেশের মূল স্রোতে সংযুক্ত হবে। সেখানে অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত হবে।
 

Advertisement