scorecardresearch
 
Advertisement
দেশ

PM Narendra Modi Nomination: দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো-কালভৈরব দর্শন, যেভাবে মনোনয়ন জমা দিলেন মোদী, PHOTOS

লোকসভা নির্বাচনের দৃষ্টিকোণ থেকে আজ একটি বিশেষ দিন
  • 1/10

লোকসভা নির্বাচনের দৃষ্টিকোণ থেকে আজ একটি বিশেষ দিন। উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র একটি হেভিওয়েট কেন্দ্র। 

প্রধানমন্ত্রী প্রথমে বেনারসের দশাশ্বমেধ ঘাটে যান
  • 2/10

এদিন প্রধানমন্ত্রী প্রথমে বেনারসের দশাশ্বমেধ ঘাটে যান এবং তারপরে কাল ভৈরব মন্দিরে যান।

বারাণসী লোকসভা আসনে ১ জুন শেষ দফায় ভোট হবে
  • 3/10

বারাণসী লোকসভা আসনে ১ জুন শেষ দফায় ভোট হবে। এর জন্য মনোনয়ন প্রক্রিয়াও শুরু হয়েছে ৭ মে থেকে। আজ, মঙ্গলবার ১৪ মে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisement
তাঁর সঙ্গে বিজেপি ও এনডিএ জোটের অনেক নেতারা ছিলেন
  • 4/10

লোকসভা নির্বাচন ২০২৪-এর পরিপ্রেক্ষিতে আজ একটি বিশেষ দিন। তাঁর সঙ্গে বিজেপি ও এনডিএ জোটের অনেক নেতারা ছিলেন। 

প্রধানমন্ত্রী প্রথমে বেনারসে দশশ্বমেধ ঘাটে যান
  • 5/10

প্রধানমন্ত্রী প্রথমে বেনারসে দশশ্বমেধ ঘাটে যান এবং সকাল ১০টায় কাল ভৈরব মন্দির দর্শন করেন।

মনোনয়নের সময় অমিত শাহ, রাজনাথ সিং, চিরাগ পাসওয়ান, রামদাস আঠাওয়ালে
  • 6/10

মনোনয়নের সময় অমিত শাহ, রাজনাথ সিং, চিরাগ পাসওয়ান, রামদাস আঠাওয়ালে, অমিত শাহ, জয়ন্ত চৌধুরী, ওম প্রকাশ রাজভর, সঞ্জয় নিষাদ, অনুপ্রিয়া প্যাটেল, প্রফুল প্যাটেল, চন্দ্রবাবু নাইডু, একনাথ শিন্ডে, হরদীপ পুরি, পবন কল্যাণেরা ছিলেন।

তিনি মনোনয়ন জমা দিতে কালেক্টর অফিসের উদ্দেশে রওনা হন
  • 7/10

বারাণসীতে কাল ভৈরব দর্শন করেন মোদী। এরপর তিনি মনোনয়ন জমা দিতে কালেক্টর অফিসের উদ্দেশে রওনা হন। 

Advertisement
ত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে তৃতীয়বারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি
  • 8/10

উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে তৃতীয়বারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দিতে আসেন, তখন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বহু নেতা।

মনোনয়ন জমা দেওয়ার আগে আজতকের সঙ্গে বিশেষ কথোপকথন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • 9/10

মনোনয়ন জমা দেওয়ার আগে আজতকের সঙ্গে বিশেষ কথোপকথন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, "মা গঙ্গা আমাকে এখানে ডেকেছেন। মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন। মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী বলেন, মায়ের মৃত্যুর পরই গঙ্গা আমার মা। তিনি বলেন, ১০ বছর আগে এখানে এসেছিলাম প্রতিনিধি হতে। গত ১০ বছরে সেই নাগরিকরা এবং কাশীর মানুষ আমাকে অল্প সময়ের মধ্যে বেনারসিয়ায় রূপান্তরিত করেছে।"
 

প্রধানমন্ত্রী বলেন
  • 10/10

প্রধানমন্ত্রী বলেন, "জনগণের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমার দায়িত্ব ও কর্তব্য প্রতিদিনই বাড়ছে। আমি প্রতিটি কাজকে ঈশ্বরের পুজো  মনে করি। জনতা  জনার্দনকে ভগবানের রূপ মনে করি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জনসাধারণ আমার কাছে ঈশ্বরের রূপ।"
 

Advertisement