লোকসভা নির্বাচনের দৃষ্টিকোণ থেকে আজ একটি বিশেষ দিন। উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র একটি হেভিওয়েট কেন্দ্র।
বারাণসী লোকসভা আসনে ১ জুন শেষ দফায় ভোট হবে। এর জন্য মনোনয়ন প্রক্রিয়াও শুরু হয়েছে ৭ মে থেকে। আজ, মঙ্গলবার ১৪ মে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
লোকসভা নির্বাচন ২০২৪-এর পরিপ্রেক্ষিতে আজ একটি বিশেষ দিন। তাঁর সঙ্গে বিজেপি ও এনডিএ জোটের অনেক নেতারা ছিলেন।
মনোনয়নের সময় অমিত শাহ, রাজনাথ সিং, চিরাগ পাসওয়ান, রামদাস আঠাওয়ালে, অমিত শাহ, জয়ন্ত চৌধুরী, ওম প্রকাশ রাজভর, সঞ্জয় নিষাদ, অনুপ্রিয়া প্যাটেল, প্রফুল প্যাটেল, চন্দ্রবাবু নাইডু, একনাথ শিন্ডে, হরদীপ পুরি, পবন কল্যাণেরা ছিলেন।
বারাণসীতে কাল ভৈরব দর্শন করেন মোদী। এরপর তিনি মনোনয়ন জমা দিতে কালেক্টর অফিসের উদ্দেশে রওনা হন।
উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে তৃতীয়বারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দিতে আসেন, তখন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বহু নেতা।
মনোনয়ন জমা দেওয়ার আগে আজতকের সঙ্গে বিশেষ কথোপকথন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, "মা গঙ্গা আমাকে এখানে ডেকেছেন। মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন। মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী বলেন, মায়ের মৃত্যুর পরই গঙ্গা আমার মা। তিনি বলেন, ১০ বছর আগে এখানে এসেছিলাম প্রতিনিধি হতে। গত ১০ বছরে সেই নাগরিকরা এবং কাশীর মানুষ আমাকে অল্প সময়ের মধ্যে বেনারসিয়ায় রূপান্তরিত করেছে।"