PM Modi's Rakhi Celebration: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিশুদের সঙ্গে রাখি উৎসব পালন করলেন। প্রধানমন্ত্রী মোদীকে রাখি বেঁধেছেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে শিশুদের সঙ্গে রক্ষা বন্ধন বা রাখি উৎসব উদযাপন করেছেন।
আজ শিশুদের সঙ্গে দেখা করে খুব খুশি দেখাচ্ছিল প্রধানমন্ত্রী মোদীকে। এই সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে তাদের মাঝে পেয়ে বেশ খুশি।
এই সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে, রাখি পরিয়ে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং দেশবাসীকে রাখি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমার পরিবারের সকল সদস্যকে রক্ষা বন্ধনের (রাখি উৎসব) আন্তরিক শুভেচ্ছা জানাই। কামনা করি, এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির চেতনাকে আরও গভীর করে তুলবে।’
প্রধানমন্ত্রী লিখেছেন, 'বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতি নিবেদিত এই রক্ষাবন্ধনের শুভ উৎসব আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলন।’
বুধবার সারাদেশে পালিত হচ্ছে রাখি উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল কামনা করে। পাশাপাশি ভাইরাও তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
এই বছর রাখি উৎসবটি পালিত হবে দুই দিন অর্থাৎ ৩০ অগাস্ট এবং ৩১ অগাস্ট। আসলে ভাদ্রের কারণেই এমনটা হচ্ছে। ৩০ অগাস্ট পূর্ণিমা তিথি হলেও এই দিনে সারাক্ষণ ভাদ্র।