Advertisement
দেশ

School Students Corona : একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত

একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 1/9

বেশিরভাগ রাজ্যে স্কুল খুলেছে। আর তারপরই সামনে আসতে শুরু করেছে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার খবর। 

একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 2/9

জয়পুর ও তেলাঙ্গানায় এখনও পর্যন্ত ৩৯ জন পড়ুয়া করোনায় সংক্রমিত। যা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। 

একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 3/9

রাজস্থানের জয়পুরের জয়শ্রী পেড়িয়াল স্কুলের ১১ জন পড়ুয়া আক্রান্ত হয়েছে। যার জেরে সেই স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

Advertisement
একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 4/9

স্কুলে করোনার সংক্রমণ ধরা পড়ায় বেশ চিন্তিত প্রশাসন। এই নিয়ে তাদের তরফে বৈঠকও হয়েছে। সূত্রের খবর, ফের স্কুল বন্ধের পথেও হাঁটতে পারে তারা। 

একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 5/9

শুধু জয়পুরেই নয়। তেলাঙ্গানাতেও ২৮ জন স্কুল পড়ুয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। আর এই খবর চাউর হওয়ার পর তেলাঙ্গানা প্রশাসন সক্রিয়। 
 

একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 6/9

সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পড়ুয়াদের খবর নিয়েছেন। তাদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। 

একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 7/9

শুধুমাত্র তেলেঙ্গানা নয়, জানা যাচ্ছে বিভিন্ন রাজ্যের একাধিক স্কুলে এরকম ঘটনা সামনে আসছে। আর তাতে চিন্তিত অভিভাবকরা। 

Advertisement
একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 8/9

প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যে স্কুল চালু বয়েছে। চলছে ক্লাসও। এরাজ্যেও নবম শ্রেণি থেকে ক্লাস শুরু হয়েছে। 

একাধিক রাজ্যে Corona আক্রান্ত ৩৯ পড়ুয়া, স্কুল বন্ধের সিদ্ধান্ত
  • 9/9

১৬ নভেম্বর থেকে এ রাজ্যে স্কুল খুলেছে। তবে তার অভিভাবকদের একাধিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও পড়ুয়া সংক্রমিত হলে তার দায়ভার নেবেন না স্কুল কর্তৃপক্ষ।  
 

Advertisement