৮০ বছরের বৃদ্ধ । কড়মড় করে খেয়ে ফেলছেন পাথর। আর একটা দুটো নয়, রোজ আড়াইশো গ্রাম। এমনই এক অদ্ভূত ভিডিও ভাইরাল হয়েছে মাহারাষ্ট্রের সাতারায়। গত ৩১ বছর ধরে এমনই করেছেন আসছেন রামভাউ বোদকে নামে ওই বৃদ্ধ। স্থানীয়রা তাঁকে পাত্থর ওয়ালে বাবাও বলে থাকেন। (ছবি-পঙ্কজ খেলকর)
আজতককে তিনি জানান, ১৯৮৯ সালে তিনি মুম্বইতে কাজ করতে যান। সেই সময় হঠাৎই একদিন তাঁর পেটে ব্যাথা শুরু হয়। ৩ বছর তিনি চিকিৎসা করান। কিন্তু ব্যাথা নির্মূল হয়নি। তারপর তিনি সাতারায় এসে চাষাবাদ শুরু করেন, কিন্তু ব্যাথা সারেনি।
এরপর একদিন ক্ষেতে কাজ করার সময় একজন বয়স্ক মহিলা তাঁকে পাথর খাওয়ার কথা বলেন। তারপর তিনি পাথর খাওয়া শুরু করেন। তাতেই কমে যায় ব্যাথা। তারপর থেকে তিনি রোজ পাথর খাতে থাকেন। তাঁর পকেটে সবসময় পাথর আর ছোট ছোট কাঁকড় থাকে। মনে হলেই মুখে ভরে দেন।
পেটের সিটি স্ক্যান করার পর বিষয়টি সামনে আসে। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন।