scorecardresearch
 
Advertisement
দেশ

Bullet Thali: ১ ঘণ্টায় ৪ কেজি আমিষ খাবার, খেতে পারলেই Royal Enfield

১ ঘণ্টায় ৪ কেজি খাবার খেতে পারলেই বুলেট
  • 1/7

নির্ধারিত সময়ের মধ্যে খেতে হবে ৪ কেজি আমিষ বা নন ভেজ খাবার, তাহলেই মিলবে একটি ঝাঁ চকচকে নতুন রয়্য়াল এনফিল্ড (Royal Enfield) বাইক। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি। মানুষকে আকর্ষিত করতে এমনই অফার চালু করেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুনের (Pune) একটি রেস্তোরাঁ (Restaurant)

অফারের নাম বুলেট থালি
  • 2/7

নিময় করা হয়েছে, ৬০ মিনিট অর্থাৎ, ১ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে ওই ৪ কেজি খাবার। তাহলেই আপনার বাহন হয়ে উঠবে একটি সাড়ে তিনশো সিসির রয়্যাল এনফিল্ড বাইক। বিশেষ এই অফারের নাম বুলেট থালি। 

মালিকের ভিন্ন ভাবনা
  • 3/7

এই বিষয়ে রেস্তোরাঁর মালিক অতুল ওয়াইকার ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, লক ডাউনের ফলে পুনে ও সংলগ্ন এলাকার বেশিরভাগ রেস্তোরাঁর ব্যবসা প্রায় বসে গেছে, তাই মানুষকে আকর্ষিত করতেই একটু আলাদ ভাবে ভাবে হয়েছে। বাইকগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে রেস্তোরাঁর বারান্দায়।

Advertisement
কী কী থাকছে বুলেট থালিতে?
  • 4/7

বুলেট থালিতে থাকছে, সুরমাই মাছ, পপলেট মাছ ভাজা, চিকেন তন্দুরি, ড্রাই মটন, গ্রে মটন, চিকেন মশালা ও কলুম্বি চিংড়ি বিরিয়ানি। অফার চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রতিদিন গড়ে ৬০ থেকে ৬৫টি বুলেট থালি বিক্রি হচ্ছে বলে জানা গেছে। 

মোট ৬ ধরনের থালি
  • 5/7

এই ধরনের মোট ৬টি থালি পাওয়া যায় ওই রেস্তোরাঁয়। বুলেট থালি ছাড়াও সেখানে রয়েছে, স্পেশাল রাবণ থালি, মালওয়ানি থালি, পহেলওয়ান থালি, বকাসুর থালি ও সরকার মটন থালি। প্রতিটি থালির মূল্যই আড়াই হাজার টাকা। 

ছিল আরও অফার
  • 6/7

এর আগে আরও একটি অফার চালু করেন রেস্তোরাঁর মালিক। সেখানে ৪ জন মিলে ৮ কেজি ওজনের রাবণ থালি ১ ঘণ্টার মধ্যে খেতে পারলে খাবারের দাম তো দিতে হতই না, সঙ্গে ছিল ৫ হাজার টাকা নগর পুরস্কারের ঘোষণা। 

সামাজিক দূরত্ব মেনে সমস্ত কাজ
  • 7/7

প্রতিদিন সকাল সাড়ে ন'টায় খুলে যায় রেস্তোরা। ৫৫ জন কর্মী মিলে দিনভর তৈরি করেন নানা ধরনের খাবার। তবে সমস্ত কাজই হয় সামাজিক দূরত্ব বিধি মেনে। 

Advertisement