scorecardresearch
 
Advertisement
দেশ

মোদীর হাতে দেশের প্রথম সি প্লেনের উদ্বোধন,কীভাবে কাটবেন টিকিট ?

ভারতের প্রথম সি প্লেন পরিষেবা
  • 1/5

গুজরাতের সবরমতী থেকে কেভেডিয়া পর্যন্ত চালু হয়েছে ভারতের প্রথম সি প্লেন পরিষেবা । প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে চালু হয়েছে এই পরিষেবা। ছবি -পিটিআই

সি প্লেনটি অত্যন্ত হালকা
  • 2/5

বিশেষ উপায়ে তৈরি এই সি প্লেনটি অত্যন্ত হালকা। সেইসঙ্গে কম জ্বালানি দিয়ে উড়তে পারে। সি প্লেনগুলি একটি টুইন ওয়াটার ৩০০ সি-প্লেন। এর ওজন ৩,৩৭৭ কেজি। ১,৪১৯ কেজি পেট্রল নিয়ে উড়ান দিতে পারে এটি। ছবি -পিটিআই

দুটি সি প্লেন এই রুটে যাতায়াত করবে
  • 3/5

স্পাইসজেটের তত্ত্বাবধানে আপাতত দুটি সি প্লেন এই রুটে যাতায়াত করবে। spiceshuttle.com এই ওয়েবসাইট থেকে সি প্লেনগুলির জন্য টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ছবি -পিটিআই

Advertisement
ভাড়া শুরু ১৫০০ টাকা থেকে
  • 4/5

ভাড়া শুরু ১৫০০ টাকা থেকে। আহমেদাবাদ থেকে কেভেডিয়া পৌঁছাতে সি প্লেনে সময় লাগবে ৪৫ মিনিট। প্রতীকী ছবি -পিটিআই

১৫ জন যাত্রী নিয়ে উড়ান
  • 5/5

আপাতত ১৫ জন যাত্রী নিয়ে উড়ান দিতে পারবে সি প্লেন গুলি। আগামী দিনে ভারতের আরও অনেক রুটে সি প্লেন পরিষেবা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতীকী ছবি -পিটিআই

Advertisement