Advertisement
দেশ

Mahua Moitra Reception: VVIP-তে ছয়লাপ, মহুয়ার বিয়ের রিসেপশনে এলাহি ব্যাপার, রইল সব ছবি

Mahua Moitra Reception
  • 1/11

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ ও আইনজীবী পিনাকী মিশ্রের রিসেপশনের আসর বসেছিল দিল্লিতে । এতে রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে সমাজবাদী প্রধান অখিলেশ যাদব পর্যন্ত সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 

Mahua Moitra Reception
  • 2/11

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ  মহুয়া মৈত্র এবং বিজু জনতা দলের (বিজেডি) প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র তাদের বিয়ের কয়েক মাস পর মঙ্গলবার এই রিসেপশনের  আয়োজন করেন।
 

Mahua Moitra Reception
  • 3/11

মহুয়া মৈত্র এবং পিনাকী মিশ্রের রিসেপশন অনুষ্ঠানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। দিল্লির হোটেল ললিতে এই রিসেপশনের  আয়োজন করা হয়েছিল।  যেখানে বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
 

Advertisement
Mahua Moitra Reception
  • 4/11

মহুয়ার রিসেপশন  অনুষ্ঠানে সোনিয়া গান্ধীও উপস্থিত ছিলেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দীপেন্দ্র হুডা এই রিসেপশন অনুষ্ঠানে আসেন।
 

Mahua Moitra Reception
  • 5/11

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

Mahua Moitra Reception
  • 6/11


এনসিপি প্রধান শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেও মহুয়ার রিসেপশনে এসেছিলেন। দিল্লিতে আয়োজিত এই রিসেপশন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলকেও দেখা যায়। ছিলেন প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজনও। 
 

Mahua Moitra Reception
  • 7/11

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও উপস্থিত ছিলেন। মহুয়া ও পিনাকির রিসেপশনে হাজির হন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।
 

Advertisement
Mahua Moitra Reception
  • 8/11

সমাজবাদী পার্টি থেকে শুরু করে কংগ্রেস পার্টি পর্যন্ত অনেক নেতাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও দেখা গিয়েছে। মহুয়া মৈত্র এদিন  লাল শাড়ি পরেছিলেন। সঙ্গে সোনার গয়না । অন্যদিকে পিনাকীও সাবেকী সাজে নজর কাড়েন।
 

Mahua Moitra Reception
  • 9/11

তৃণমূল সাংসদ  সাগরিকা ঘোষও এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। 
 

Mahua Moitra Reception
  • 10/11

 মহুয়া মৈত্র এই বছরের শুরুতে বিয়ে করেন। জার্মানিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে মহুয়া মৈত্র পিনাকী মিশ্রকে বিয়ে করেন।
 

Mahua Moitra Reception
  • 11/11

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও মহুয়া আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে কলকাতায় আগেই বৈঠক ডেকে রাখায় অভিষেক যেতে পারেননি। তবে তৃণমূলের প্রমিলা বাহিনীকে এদিন মহুয়ার রিসেপশনে দেখা যায়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জুন মালিয়া, মমতা বালা ঠাকুর, রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 
 

Advertisement