scorecardresearch
 
Advertisement
দেশ

Rishi Sunak Visits Akshardham: 'যখনই সুযোগ পাব, চলে আসব...' সস্ত্রীক অক্ষরধামে পুজো দিয়ে বললেন ঋষি সুনক

G-20 সম্মেলন
  • 1/10

G-20 সম্মেলনের দ্বিতীয় দিন। তার আগে, রবিবার সস্ত্রীক দিল্লির অক্ষরধাম মন্দির দর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। স্ত্রী অক্ষতার সঙ্গে স্বামী নারায়ণের দর্শন করেন। 

জি 20 শীর্ষ সম্মেলনে বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
  • 2/10

রবিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি 20 শীর্ষ সম্মেলনে বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 

কড়া নিরাপত্তার বেষ্টনীতে
  • 3/10

তার আগে মন্দিরে প্রার্থনা করেন ঋষি সুনক। অত্যন্ত কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঋষি সুনক অক্ষরধাম মন্দিরে যান। 

Advertisement
হালকা বৃষ্টি শুরু হয়
  • 4/10

সেই সময়েই হালকা বৃষ্টি শুরু হয়। তার তোয়াক্কা না করে, ছাতা হাতেই মন্দিরে প্রবেশ করেন তাঁরা।

ঋষি সুনক নিজেই মন্দিরে আসবেন বলে জানিয়েছিলেন
  • 5/10

অক্ষরধাম মন্দিরের প্রধান জ্যোতিন্দ্র দাভে জানালেন, ঋষি সুনক নিজেই মন্দিরে আসবেন বলে জানিয়েছিলেন। কখন আসা যাবে, তাও জানতে চান। 

যখন খুশি আসতে পারেন
  • 6/10

তিনি জানালেন, 'আমরা তখন বলি, আপনি যখন খুশি আসতে পারেন।'  

মন্দিরে আরতি করেন
  • 7/10

জ্যোতিন্দ্র দাভে জানালেন, মন্দিরে আসার পর ঋষি সুনক মন্দিরে আরতি করেন। পুজারীদের সঙ্গে দেখা করেন। 

Advertisement
ঋষি সুনক মন্দিরের বিগ্রহের সামনে ফুল দেন
  • 8/10

এর পাশাপাশি ঋষি সুনক মন্দিরের বিগ্রহের সামনে ফুল দেন। ঋষি সুনক বলেন, ফের যখনই সুযোগ পাব, আসব। 

মন্দিরের বাইরে জুতো খুলে খালি পায়ে প্রবেশ করেন
  • 9/10

মূল মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। মন্দিরের বাইরে জুতো খুলে খালি পায়ে প্রবেশ করেন। 

সনাতন ধর্মের অনুরাগী ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • 10/10

মন্দিরের পুরোহিতরা বলছেন, ঋষি সুনকের সঙ্গে কথা বলে তাঁদের মনে হয়েছে, সনাতন ধর্মের অনুরাগী ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

Advertisement