scorecardresearch
 
Advertisement
দেশ

নিশানায় চিন! ভারতে পম্পেও, পৌঁছেই রাজনাথের সঙ্গে বৈঠকে এসপার

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 1/10

মার্কিন নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ভারত সফরে। সোমবার ভারতে এলেন সস্ত্রীক মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেয়ো ও সেক্রেটারি অফ ডিফেন্স মার্ক টি এসপার। 

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 2/10

আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও ও স্বরাষ্ট্র সচিব মার্ক টি এসপার '2+2' বৈঠকের তৃতীয় অধ্যায়ে কৌশলগত ও নিরাপত্তা ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে এদেশে এসেছেন।

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 3/10

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের ৮ মাস পর দু দেশের প্রতিরক্ষা সংক্রান্ত এই বৈঠক হতে চলেছে। এদিন ভারতে এসেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন সেক্রেটারি অফ ডিফেন্স মার্ক টি এসপার। 
 

Advertisement
ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 4/10

তার আগে মার্কিন  স্বরাষ্ট্র সচিব মার্ক টি এসপারকে ভারত সরকারকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। 
 

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 5/10

এর আগে ভারত সফরে এসে ট্রাম্প আশ্বাস দিয়ছিলেন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হতে পারে। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচন।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন কয়েক আগে দুই মার্কিন কর্তার এই সফরে ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 6/10

পম্পেয়োর এই সফরের ফলে ট্রাম্প প্রশাসনের কোনও মার্কিন সেক্রেটারি অফ স্টেট এই নিয়ে চতুর্থবার ভারত সফরে এলেন। ভারতে পাড়ি দেওয়ার আগে পম্পেয়ো ট্যুইটে লেখেন, 'ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া সফরের জন্য রওনা হচ্ছি। আমাদের সঙ্গীদের সঙ্গে দেখা করতে পারার সুযোগ পেয়ে কৃতজ্ঞ, দৃঢ়, উন্নত ইন্দো-প্যাসিফিক দেশগুলির ভাবধারা শেয়ার করার সুযোগ পাব।'

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 7/10


আমেরিকা জানিয়েছে, 2+2 বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক স্তরের বৈঠকে দু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সেনাদের আলাপচারিতা ও প্রতিরক্ষা,বাণিজ্যই হল মূল অ্যাজেন্ডা। 

Advertisement
ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 8/10

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকে বসবেন মার্কিন প্রতিনিধিরা। সেখানেই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘BECA’ প্রতিরক্ষা চুক্তি।

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 9/10


দুই মার্কিন আধিকারিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সরকার ও বাণিজ্যক্ষেত্রের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন  বলে জানা যাচ্ছে। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এই সফর বলে মার্কিন সরকারের তরফে দাবি করা হচ্ছে ।
 

ভারতে ২ মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • 10/10

ভারত-আমেরিকা হাই-প্রোফাইল ২+২ বৈঠকের তৃতীয় অধ্যায়ে পম্পেও, এসপারের এই সফরের দিকে নজর রাখছে চিন, রাশিয়া, পাকিস্তান-সহ একাধিক দেশ। লাদাখে লালফৌজের আগ্রাসনের মুখে ভারতের পাশে আমেরিকার অবস্থান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বেজিং ও পাকিস্তান। 

Advertisement