scorecardresearch
 
Advertisement
দেশ

Uttarkashi Tunnel Collapsed: খিচুড়ি-মাখন রুটি-পোলাও, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের যা যা খাবার দেওয়া হয়েছে, দেখুন

সুড়ঙ্গ থেকে মুক্তি শীঘ্রই
  • 1/10

আজ বিকেলেই অন্ধকার সুড়ঙ্গ থেকে মুক্তির আশা জোরাল হচ্ছে ৪১ জন শ্রমিকের। উত্তরকাশীর সিল্কিয়ারায় ১৭ দিন ধরে আটকে রয়েছেন শ্রমিকরা। -- ছবি ছবি: PTI

খাবার পাঠানো হচ্ছে পাইপের মাধ্যমে
  • 2/10

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের খাবার পাঠানো হচ্ছে পাইপের মাধ্যমেই। বাইরে থেকে সরবরাহ করা হচ্ছে অক্সিজেনও।

দুপুরে খিচুড়ি ও রাতে রুটি
  • 3/10

উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের খিচুড়ি ও রাতের খাবারে দেওয়া হয়েছে পোলাও, মটর পনির এবং দু’টি করে রুটি।
 

Advertisement
পাঠানো হচ্ছে ফলও
  • 4/10

৬ ইঞ্চির খাবার সরবরাহকারী একটি পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে খাবারের প্যাকেট পাঠানোর পাশাপাশি দেওয়া হয়েছে ফলও।
 

হজমের সুবিধায় বিশেষ খাবার
  • 5/10

রাঁধুনি বলছেন, 'চিকিৎসকের তত্ত্বাবধানেই সমস্ত রান্না করছি। হজম করতে অসুবিধা হবে না এমন খাবারই রান্নার নির্দেশ দেওয়া হচ্ছে।'

মাখন দিয়ে রুটিও বানিয়েছি
  • 6/10

কম তেলমশলা দিয়ে তাই ভেজ পোলাও এবং মটর পনির রান্না করা হচ্ছে। মাখন দিয়ে রুটিও বানিয়েছি।
 

পর্যাপ্ত খাবার পাঠানো হয়েছে
  • 7/10

জানা গিয়েছে, শ্রমিকদের যাতে পেট ভরে তার জন্য পর্যাপ্ত খাবারের প্যাকেট পাঠানো হচ্ছে।

Advertisement
৫ থেকে ১০ কেজি ওজনের ফল
  • 8/10

অ্যালুমিনিয়াম ফয়েলে খাবারের পাশাপাশি ৫ থেকে ১০ কেজি ওজনের ফল পাঠানো হয়েছে।
 

পাঁচ ডজন কলাও শ্রমিকদের জন্য পাঠানো হয়েছে
  • 9/10

আপেল, লেবু থেকে শুরু করে পাঁচ ডজন কলাও শ্রমিকদের জন্য পাঠানো হয়েছে।
 

সাফল্যের দোরগোড়ায় উদ্ধারকারী দল
  • 10/10

১৭ দিন ধরে নিরন্তর চেষ্টায় অবশেষে সাফল্যের দোরগোড়ায় উদ্ধারকারী দল। 

Advertisement