আজ বিকেলেই অন্ধকার সুড়ঙ্গ থেকে মুক্তির আশা জোরাল হচ্ছে ৪১ জন শ্রমিকের। উত্তরকাশীর সিল্কিয়ারায় ১৭ দিন ধরে আটকে রয়েছেন শ্রমিকরা। -- ছবি ছবি: PTI
সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের খাবার পাঠানো হচ্ছে পাইপের মাধ্যমেই। বাইরে থেকে সরবরাহ করা হচ্ছে অক্সিজেনও।
উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের খিচুড়ি ও রাতের খাবারে দেওয়া হয়েছে পোলাও, মটর পনির এবং দু’টি করে রুটি।
৬ ইঞ্চির খাবার সরবরাহকারী একটি পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে খাবারের প্যাকেট পাঠানোর পাশাপাশি দেওয়া হয়েছে ফলও।
রাঁধুনি বলছেন, 'চিকিৎসকের তত্ত্বাবধানেই সমস্ত রান্না করছি। হজম করতে অসুবিধা হবে না এমন খাবারই রান্নার নির্দেশ দেওয়া হচ্ছে।'