scorecardresearch
 
Advertisement
দেশ

ইতিহাসের নাম কমলা! আবেগে চোখে জল চেন্নাইয়ের এই গ্রামে

প্রবল উচ্ছ্বাস তামিলনাড়ুর একটি গ্রামে
  • 1/6

সবকিছু ঠিকঠাক থাকলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে দেখা যেতে চলেছে কমলা হ্যারিসকে। আর সেই খবরেই প্রবল উচ্ছ্বাস তামিলনাড়ুর একটি গ্রামে। সেখানে কার্যত উৎসব পালন হচ্ছে। ছবি- ইন্ডিয়া টুডে

গ্রামেই বাস ছিল কমলার পরিবারের
  • 2/6

জানা গিয়েছে, তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রামেই বাস ছিল কমলার পরিবারের। তাই গ্রামবাসীদের কাছে, কমলা হলেন এই গ্রামেরই মেয়ে।  ছবি- ইন্ডিয়া টুডে

স্থানীয় একটি মন্দিরে পুজোও দেন গ্রামবাসীরা
  • 3/6

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রচার পর্ব শুরু হওয়ার পরেই সেজে উঠেছে গোটা গ্রাম। কমলার জয়ের জন্য স্থানীয় একটি মন্দিরে পুজোও দেন গ্রামবাসীরা। ছবি- পিটিআই

Advertisement
গোটা গ্রামে কমলার নাম পোস্টারে ছয়লাপ হয়ে যায়
  • 4/6

গোটা গ্রামে কমলার নাম পোস্টারে ছয়লাপ হয়ে যায়। যেখানে ঘরের মেয়ের জয়ের খবর দেখার জন্য দিনরাত টিভির সামনে বসে থাকতেন গ্রামবাসীরা। ছবি- রয়টার্স

খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে
  • 5/6

এখন জয়ের খবর আসার পরেই উৎসব আবহ গোটা গ্রামে। কার্যত পালিত হচ্ছে রঙ্গোলি। খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে। উচ্ছ্বসিত গ্রামবাসীরাও। ছবি-পিটিআই

কমলার দিকে তাকিয়ে সকলে
  • 6/6

৫৫ বছরের কমলা হ্যারিস মার্কিন মুলুকের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। তাঁর হাত ধরে ভারত মার্কিন সুসম্পর্ক অন্য মাত্রায় গড়ে উঠবে বলে আশাবাদী অনেকে। ছবি- এএফপি

Advertisement