scorecardresearch
 
Advertisement
দেশ

Aadhaar-Voter Card Link: এবার Aadhaar-ভোটার কার্ড লিঙ্ক হবে, মোদী সরকারের বড় পদক্ষেপ

Aadhaar-Voter Card Link: ভুয়ো ভোট রুখতে এবার Aadhaar-Voter card লিঙ্কের উদ্যোগ কেন্দ্রের
  • 1/7

আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার পর এবার ভোটার কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্কের পালা। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে, ভুয়ো ভোটার রুখতে নির্বাচন কমিশনের সুপারিশ মেনে বুধবার এই সংক্রান্ত সংস্কারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

Aadhaar-Voter Card Link: ভুয়ো ভোট রুখতে এবার Aadhaar-Voter card লিঙ্কের উদ্যোগ কেন্দ্রের
  • 2/7

ভোটার কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্ক ছাড়াও সেই তালিকায় নতুন ভোটারের নাম তালিকাভুক্ত করা, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান এবং আইনে লিঙ্গ বৈষম্য দূর করার প্রস্তাব রয়েছে।

Aadhaar-Voter Card Link: ভুয়ো ভোট রুখতে এবার Aadhaar-Voter card লিঙ্কের উদ্যোগ কেন্দ্রের
  • 3/7

ভোট দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সংখ্যক দেশবাসীকে শামিল করা এবং দুর্নীতিমুক্ত ভোট করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শীঘ্রই এই বিল সংসদে পাস করাতে চায় কেন্দ্র।

Advertisement
Aadhaar-Voter Card Link: ভুয়ো ভোট রুখতে এবার Aadhaar-Voter card লিঙ্কের উদ্যোগ কেন্দ্রের
  • 4/7

এই বিল অনুযায়ী, ভোটার আইডি কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার বিধান দেওয়া হয়েছে। তবে এখন এটি ঐচ্ছিক করা হবে। অর্থাৎ, মানুষ চাইলে Aadhaar-Voter card লিঙ্ক করাবেন, না চাইলে করাবেন না।

Aadhaar-Voter Card Link: ভুয়ো ভোট রুখতে এবার Aadhaar-Voter card লিঙ্কের উদ্যোগ কেন্দ্রের
  • 5/7

এছাড়াও বিলটি পাস হলে বছরে ৪ বার ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ থাকবে। এখন পর্যন্ত বছরে একবার এই সুযোগ পাওয়া যাচ্ছে। 

Aadhaar-Voter Card Link: ভুয়ো ভোট রুখতে এবার Aadhaar-Voter card লিঙ্কের উদ্যোগ কেন্দ্রের
  • 6/7

এছাড়াও, বিলে জওয়ানদের পরিবারের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধানও করা হয়েছে। চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রের তরফে এই সংস্কারমূলক প্রস্তবগুলি পেশ করা হবে।

Aadhaar-Voter Card Link: ভুয়ো ভোট রুখতে এবার Aadhaar-Voter card লিঙ্কের উদ্যোগ কেন্দ্রের
  • 7/7

অনলাইনে ভোটার-তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল দু’বছর আগেই। এবার আধারের সঙ্গে ভোটার কার্ড যোগ করার অনুমতিও দেওয়া হবে।

Advertisement