ক্যালেন্ডার বলছে বসন্ত। তবে বাইরে বেরোলে মালুম হচ্ছে, এ তো প্রখর গ্রীষ্ম। দুপুরে চাঁদিফাটা রোদ। গরমকালে কী হতে চলেছে এ যেন তার আগাম সংকেত! এপ্রিল আসার আগেই ভীষণ গরমের পূর্বাভাস দিল মৌসম ভবন। কয়েকটি রাজ্যে তো লু বওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।
দিল্লি ও উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় মার্চেই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যেই আগামী ৫ দিন উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে লু বওয়ার আভাস দিল মৌসম ভবন।
জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে তীব্র গরম পড়বে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আইএমডি জানিয়েছে, আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে।
মৌসম ভবনের মতে, উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে তাপ থেকে স্বস্তির কোনও আশা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যে দিনের বেলায় সূর্যের উত্তাপে তাপমাত্রা আরও বাড়বে।
Isolated Heat Wave are very likely over Western Himalayan Region & Gujarat state during next 3 days; over West MP, Vidarbha & Rajasthan during next 4-5 days; and over south Punjab, south Haryana, Bihar, Jharkhand, north Madhya Maharashtra & Marathwada during 29th-31st March pic.twitter.com/wVTTcnUBTN
— India Meteorological Department (@Indiametdept) March 27, 2022
হিমাচলপ্রদেশ ও গুজরাটের কয়েকটি জায়গায় ২৬ ও ২৭ মার্চ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ২৭ থেকে ৩০ মার্চ পর্যন্ত পশ্চিম রাজস্থানে লু বওয়ার সম্ভাবনা। দক্ষিণ হরিয়ানা, বিদর্ভ ও পশ্চিম মধ্যপ্রদেশে ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণ উত্তরপ্রদেশে ৩০ মার্চ লু বইতে পারে।
Heat Wave conditions Forecast:
— India Meteorological Department (@Indiametdept) March 26, 2022
♦ Fresh Heat Wave Spell likely to commence in isolated pockets over West Rajasthan from 27th March, 2022 and extends gradually eastwards during subsequent 4 days.
রাজস্থানের বাঁশওয়াড়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী দিনে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম বিভাগ।
আগামী ৫ দিন অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Light to moderate isolated to scattered rainfall with thunderstorm/lightning/gusty winds (30-40 kmph) very likely over Northeast India during next 3 days and increase thereafter
— India Meteorological Department (@Indiametdept) March 27, 2022
বাংলায় আগামী ২-৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে।
ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, রবিবার দেশে রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রাজধানীতে দিনের বেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।