এবার বৃষ্টিতে ভেসে গিয়েছে গোটা দেশ। পশ্চিমবঙ্গের একাধিক জেলার বহু এলাকা চলে গিয়েছে জলের তলায়।
বর্ষা ভুগিয়েছে দেশকে। সেই বর্ষার বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল।
রবিবার, ১৪ সেপ্টেম্বর পশ্চিম রাজস্থানের কয়েকটি অংশ থেকে পাততাড়ি গোটাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
সাধারণত ১৭ সেপ্টেম্বর বিদায় নেয় বর্ষা। এবার আগাম বিদায়পর্ব শুরু হল।
পশ্চিমবঙ্গেও কি পুজোর আগে বিদায় নেবে বর্ষা?
আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এছাড়া উত্তরপূর্ব বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এখনও সক্রিয়া মৌসুমি অক্ষরেখা।
এর ফলে আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ টানা ভারী বৃষ্টির সম্ভাবনা।
ফলে বাংলায় এখনই বৃষ্টি থামছে না। বরং পুজোর বাজার বৃষ্টি করতে পারে বলে পূর্বাভাস।