যুমনার গ্রাসে দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা। যমুনা বইছে বিপদসীমার উপর দিয়ে। ভয়াবহ বন্যা দিল্লিতে। সব ছবি সৌজন্য: PTI
এবার যমুনার জল ছুঁতে চলল বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহলকেও। আশঙ্কা তৈরি হচ্ছে, তাজমহলকেও কি গ্রাস করবে যমুনা?
আগ্রা পুরসভার কমিশনার অঙ্কিত খান্ডেলওয়ালের কথায়, 'গত ৩ দিন ধরে জলস্তর বাড়ছেই। যেখানেই জলস্তর বিপদসীমা পার করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি।'
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-এর বক্তব্য, হেরিটেজ সাইটের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই আপাতত।
UNESCO হেরিটেজ সাইটের সপ্তম শতকের বাগানও প্লাবিত। যদিও কর্তৃপক্ষের দাবি, তাজমহলের বেসমেন্টে জল পৌঁছয়নি।