Advertisement
দেশ

যোগী থেকে শুভেন্দু, যোগে মগ্ন দেশ, রইল Yoga Day PHOTOS

Yoga Day 2025
  • 1/15

পালিত হচ্ছে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস। গোটা দেশে লক্ষ লক্ষ মানুষ শনিবার ভোর ৬.৩০ থেকে যোগাসন করছেন। বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে যোগ দিবসের কর্মসূচি। এ বছর যোগ দিবসে বিশেষ আয়োজন, 'যোগ সঙ্গম'। বিশ্ব জুড়ে মোট ১৯০টি দেশে যোগ দিবস পালিত হচ্ছে শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর যোগ দিবস পালন করলেন বিশাখাপত্তনমে। 

Yoga Day 2025
  • 2/15

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবছর যোগ দিবসে ১০টি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। যার উদ্দেশ্য যোগাভ্যাসকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। দেশের গণ্ডি ছাড়িয়ে যোগ দিবস পালিত হচ্ছে বিদেশের মাটিতেও। জাপানের ফার্স্ট লেডি ওশিকো ইশিবা আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাস করলেন। তাঁকে সঙ্গ দিলেন সে দেশের বিদেশমন্ত্রী তাকেশি ইয়ায়ার স্ত্রী সাতোকো ইয়ায়া।

Yoga Day 2025
  • 3/15

পুরীর সমুদ্র সৈকতে যোগ দিবসের সুন্দর বার্তা নিজের ভাস্কর্য শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন সুদর্শন পট্টনায়েক। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে ২৫ হাজার আদিবাসী শিশু ১০৮ মিনিট ধরে সূর্য নমস্কার করে রেকর্ড গড়েছে এদিন। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হয়েছিল। 

Advertisement
Yoga Day 2025
  • 4/15

সিয়াচেন হিমবাহে যোগ দিবস পালন করেন ভারতীয় জওয়ানরা। মাত্রাতিরিক্ত ঠান্ডায় মোট জ্যাকেট ও হেলমেট পরে যোগাভ্যাস করতে দেখা যায় তাঁদের। 

Yoga Day 2025
  • 5/15

চেনাব রেল ব্রিজেও পালিত হল যোগ দিবস। সদ্য উদ্বোধন হওয়া বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুতে যোগাভ্যাসের দৃশ্য নজর কেড়েছে।

Yoga Day 2025
  • 6/15

প্যাংগং লেকের ধারে যোগ দিবস পালন করলেন ITBP জওয়ানরা। ১৪ হাজার ২০০ ফিট উঁচুতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।

Yoga Day 2025
  • 7/15

বিশাখাপত্তনমে ICG শিপ রানি আব্বাক্কাতে যোগভ্যাস করেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও তাঁদের পরিবারের সদস্যরা। সমুদ্রতটে যোগাভ্যাস করা হয় ICG সৌর্যতেও। তামিলনাড়ুর তটে দেখা যায় সেই যোগাভ্যাসের দৃশ্য। 

Advertisement
Yoga Day 2025
  • 8/15

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত যোগাভ্যাস করলেন পোষ্য সারমেয়দের সঙ্গে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

Yoga Day 2025
  • 9/15

লোকসভার স্পিকার ওম বিড়লাও অংশ নিলেন যোগ দিবসের অনুষ্ঠানে। 

Yoga Day 2025
  • 10/15

কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে BJP-র কর্মী-সমর্থক এবং অন্যান্য সাধারণ মানুষের সঙ্গে যোগ দিবস উদযাপন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

Yoga Day 2025
  • 11/15

যোগ দিবসের উৎসবে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও।

Advertisement
Yoga Day 2025
  • 12/15

যোগাভ্যাস করতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। 

Yoga Day 2025
  • 13/15

যোগাভ্যাস করলেন BJP সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। 

Yoga Day 2025
  • 14/15

ভাইজাকের আরকে বিচে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ লক্ষেরও বেশি মানুষ যোগ দিবসের উৎসবে সামিল হন শনিবার। সেখানে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, ‘যোগাই গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। যোগা বয়স, সীমানা নির্বিশেষে সকলের জন্য।’এ বছর যোগার থিম হলো ‘ওয়ান আর্থ, ওয়ান হেলথ। ব্যক্তিগত সুস্থতার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের সুস্থতার গভীর যোগ রয়েছে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় অশান্তির ছায়া। হিংস্রতাকে দূরে সরিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারে যোগাসনই, এমনটাই বলেন নমো। 

Yoga Day 2025
  • 15/15

নরেন্দ্র মোদীর  মতে, যোগা হচ্ছে সেই পজ বাটন, এই অশান্তির মাঝে একটু থেমে নিশ্বাস নিয়ে ফের নতুন করে যাত্রা শুরু করতে উৎসাহ দেয়। নরেন্দ্র মোদীর  মতে, যোগা হচ্ছে সেই পজ বাটন, এই অশান্তির মাঝে একটু থেমে নিশ্বাস নিয়ে ফের নতুন করে যাত্রা শুরু করতে উৎসাহ দেয়। রাষ্ট্রসঙ্ঘের ১৭৫টি সদস্য রাষ্ট্র এই প্রস্তাব সমর্থন করে এবং আনুষ্ঠানিকভাবে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে গ্রহণ করা হয়।

Advertisement