Bihar Voter List: SIR শেষে ফাইনাল ভোটার লিস্ট বিহারে, পাটনায় জুড়ল ১.৬৩ লক্ষ নতুন নাম

২০২৫-এর বিহার ভোটের আগে ফাইনাল ভোটার লিস্ট সামনে আনল নির্বাচন কমিশন। ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) পর মঙ্গলবারই কমিশনের তরফে অন্তিমবারের মতো ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। আর এই তালিকাতেই দেখা গেল পাটনায় প্রায় ১.৬৩ লক্ষ ভোটার বেড়ে গিয়েছে। 

Advertisement
SIR শেষে ফাইনাল ভোটার লিস্ট বিহারে, পাটনায় জুড়ল ১.৬৩ লক্ষ নতুন নাম
হাইলাইটস
  • কমিশনের তরফে অন্তিমবারের মতো ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে
  • পাটনায় প্রায় ১.৬৩ লক্ষ ভোটার বেড়ে গিয়েছে
  • কমিশন সকল ভোটারদের একবার ওয়েবসাইটে গিয়ে নাম দেখার পরামর্শ দিয়েছে।

২০২৫-এর বিহার ভোটের আগে ফাইনাল ভোটার লিস্ট সামনে আনল নির্বাচন কমিশন। ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) পর মঙ্গলবারই কমিশনের তরফে অন্তিমবারের মতো ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। আর এই তালিকাতেই দেখা গেল পাটনায় প্রায় ১.৬৩ লক্ষ ভোটার বেড়ে গিয়েছে। 

কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারের যে কোনও ভোটার তাঁর নাম তালিকায় রয়েছে কি না, সেটা চেক করতে পারেন https://voters.eci.gov.in/-এ। ভোটার তালিকায় নাম থাকার অর্থই হল ভোট দেওয়া যাবে। তাই কমিশন সকল ভোটারদের একবার ওয়েবসাইটে গিয়ে নাম দেখার পরামর্শ দিয়েছে।

ইলেকশন কমিশনের ওয়েবসাইট

প্রসঙ্গত, বিহার ভোটের আগে সেখানে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তারা যোগ্য ভোটারদের তালিকায় নাম তুলেছে। আর যাঁদের একাধিক জায়গায় নাম রয়েছে, যাঁরা রাজ্য ছেড়ে স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন বা যাঁরা অবৈধ ভোটার, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই কাজে স্বচ্ছতা আনতে  কমিশন টেকনোলজিক্যাল টুলস ব্যবহার করেছে বলে দাবি।

ফাইনাল ভোটার লিস্টে পাটনা জেলায় ৪,৮১৫,২৯৪ জন মোট ভোটার রয়েছেন। আর ১ অগাস্ট ২০২৫ সালে প্রকাশিত ভোটার লিস্টে নাম ছিল ৪,৬৫১,৬৯৪ জনের। 

তার পর বিরোধীরা চেপে ধরে কমিশনকে। আনে ভোট চুরির অভিযোগ। এছাড়া সুপ্রিমকোর্টে চলতে থাকে মামলা। এ সবের মাঝেই ১ মাসের ক্লেম ও অবজেগশন প্রসেসের পর পাটনায় ১৬৩,৬০০ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। এক্ষেত্রে নতুন ভোটারের নাম তোলা, ডুপ্লিকেট নাম বাতিল করার পরই প্রকাশিত হয়েছে।

৬৫ লাখের নাম বাদ গিয়েছিল
এখানে একটা কথা মাথায় রাখতে হবে SIR-এর আগে ৭ কোটি ৮৯ লক্ষ ভোটার ছিল বিহারে। জুন মাসে শুরু হয় SIR। তারপর চলে সংশোধনের প্রক্রিয়া। আর প্রথম খসড়া লিস্ট বেরয় ১ অগাস্ট। সেখানে ৬৫.৬৩ লক্ষ মানুষের নাম বাদ যায়। 

তার পর আবার নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়। আর সেই কাজ শেষেই বেরল নতুন লিস্ট। সেখানে পাটনায় ১.৬৩ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বলে জানান হয়েছে।

Advertisement

এখন দেখার বিরোধীরা এই ভোটার লিস্ট সম্পর্কে কী জানায়। আগের বারের মতো এ বারেও ভোটার তালিকায় নিয়ে তারা আঙুলে তোলে কি না, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।

 

POST A COMMENT
Advertisement