ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ১০ মাওবাদী, এক জনের মাথার দাম ছিল কোটি টাকা

মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিগড়ের গড়িয়াবন্দে এনকাউন্টারে খতম ১০ মাওবাদী। তাদের মধ্যে মাওবাদীদের এক শীর্ষস্থানীয় নেতারও মৃত্যু হয়েছে। যার মাথার দাম ছিল ১ কোটি টাকা।

Advertisement
ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ১০ মাওবাদী, এক জনের মাথার দাম ছিল কোটি টাকা Chhattisgarh
হাইলাইটস
  • ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান
  • খতম ১০ মাওবাদী সদস্য

মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিগড়ের গড়িয়াবন্দে এনকাউন্টারে খতম ১০ মাওবাদী। তাদের মধ্যে মাওবাদীদের এক শীর্ষস্থানীয় নেতারও মৃত্যু হয়েছে। যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। সূত্রের খবর, ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পায় নিরাপত্তা বাহিনী। তারপরই অভিযান চালানো হয় বুধবার।

যে মাও নেতার মাথার দাম ছিল ১ কোটি টাকা, তার নাম মোদেম বালকৃষ্ণ। তার মৃত্যুকে মাও বিরোধী অভিযানের বড়সড় সাফল্য বলেই মনে করছেন গোয়েন্দারা। 

এই অভিযান নিয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বুধবার গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। সেখানে মোদেম বালকৃষ্ণ সহ ১০ জন মাওবাদীকে নিকেশ করা হয়। গড়িয়াবন্দের একটি প্রত্যন্ত এলাকায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।  

প্রাপ্ত তথ্য অনুসারে, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং কোবরা ব্যাটালিয়নের দল এই অভিযানে জড়িত ছিল। সংঘর্ষে নিহত মাওবাদীদের মধ্যে মনোজ ওরফে মোদেম বালকৃষ্ণ ওড়িশার রাজ্য কমিটির একজন সিনিয়র সদস্য।

গড়িয়াবন্দ নকশালদের শক্ত ঘাঁটি। অতীতে সেখানে বহুবার নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। নকশালমুক্ত দেশ গড়ার আশ্বাস দেন। সেই মোতাবেক ঘন ঘন অপারেশন চলতে থাকে। চলতি বছরই অনেক মাও নেতা আত্মসমর্পণও করেছে। 

মনোজ ওরফে মোদেম বালকৃষ্ণ কে? মনোজ ওরফে মোদেম বালকৃষ্ণ মাওবাদীদের সংগঠনের একজন শীর্ষ নেতা ছিল। যার বিরুদ্ধে খুন, ডাকাতি এবং পুলিশের উপর আক্রমণের মতো গুরুতর অভিযোগ ছিল। তার মৃত্যু মাও সংগঠনের মেরুদণ্ড ভেঙে দিতে সাহায্য করবে বলে মনে করছে সরকার।

POST A COMMENT
Advertisement