India Russia Deal: ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য, রাশিয়ার সঙ্গে ১৯ মউ স্বাক্ষর ভারতের

শুক্রবার ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement
১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য, রাশিয়ার সঙ্গে ১৯ মউ স্বাক্ষর ভারতেরভারত রাশিয়া চুক্তি
হাইলাইটস
  • বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে মস্কো ও দিল্লির মধ্যে।
  • দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
  • নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে মস্কো ও দিল্লির মধ্যে। জানা গিয়েছে এদিন মোট ১৯টি চুক্তি স্বাক্ষর করেছেন মোদী ও পুতিন। কোন কোন চুক্তি স্বাক্ষরিত হল? জেনে নেওয়া যাক

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা: দ্বিপাক্ষিক বাণিজ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা স্পর্শ করার জন্য ২০৩০ সালের  টার্গেট নেওয়া হয়েছে। 

জ্বালানিতে পার্টনারশিপ: তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, পারমাণবিক শক্তি এবং ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণ প্রযুক্তি নিয়েও চুক্তি করা হয়েছে। যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী সারের সরবরাহ এবং বিনিয়োগকারীদের উদ্বেগের দ্রুত সমাধান।

পরিবহণ ও গাড়ি সংযোগ: আন্তর্জাতিক নর্থ-সাউথ পরিবহণ করিডোর (আইএনএসটিসি), চেন্নাই-ভ্লাদিভোস্টক সামুদ্রিক রুট, পাশাপাশি মেরু জলে জাহাজ চলাচলের জন্য বিশেষজ্ঞদের প্রশিক্ষণের জন্য সমঝোতা  স্বাক্ষর হয়েছে।

বেসামরিক পারমাণবিক ও মহাকাশ বিষয়ক চুক্তি: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জয়েন্ট ডেভলেপমন্ট, ফুয়েল সাইকেল সাপোর্ট, উপগ্রহ নেভিগেশনে ইসরোর-সহযোগিতা বৃদ্ধির জন্যও চুক্তি হয়েছে।

প্রতিরক্ষা ও সামরিক খাতে সহযোগিতা: মেক ইন ইন্ডিয়ার আওতায় রিসার্চের পাশাপাশি INDRA-এর আওতায় যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় অব্যাহত রাখতে চুক্তি করা হয়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি খাতে চুক্তি: রিসার্চ-ডেভলপমেন্ট, স্টার্ট-আপ সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান, ডিজিটাল প্রযুক্তি এবং একাডেমিক গতিশীলতা বৃদ্ধিতেও নেওয়া হয়েছে পদক্ষেপ।

পর্যটন ও অভিবাসন প্রক্রিয়ার সরলীকরণ: দুই দেশের সম্পর্ক জোরদার করার জন্য সরলীকৃত ভিসা পদ্ধতি, ই-ভিসা, যৌথ চলচ্চিত্র প্রকল্পের মতো ক্ষেত্রে চুক্তি করা হয়েছে।

বহুপাক্ষিক সহযোগিতা: UN, ব্রিকস, এসসিও এবং জি২০ ফোরামে রাশিয়া ভারতের স্থায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদকে সমর্থন করবে এবং ২০২৬ সালে ভারত ব্রিকসের সভাপতিত্ব করবে।

জলবায়ু ও স্থায়িত্ব: কম কার্বন ডেভলপমেন্টের উপর যৌথ প্রচেষ্টার উদ্যোগ নেওয়া হবে। 

ভারত ও রাশিয়া যৌথভাবে ইউরিয়া উৎপাদন করবে: সার সংক্রান্ত চুক্তিতে বলা হয়েছে, ভারত এবং রাশিয়া যৌথভাবে ইউরিয়া উৎপাদন করবে। বর্তমানে ভারত-রাশিয়া থেকে ব্যাপকভাবে ইউরিয়া আমদানি করে। এই চুক্তির ফলে এখন ভারত রাশিয়ার সহযোগিতায় ইউরিয়া উৎপাদন করতে পারবে।

Advertisement


 
POST A COMMENT
Advertisement