Muharram Rally: প্রয়াগরাজে অনুমতি ছাড়াই মহরমের তাজিয়া, গ্রেফতার ২২

উত্তরপ্রদেশ পুলিশ অনুমতি ছাড়া মহরমের তাজিয়া বের করার অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
প্রয়াগরাজে অনুমতি ছাড়াই মহরমের তাজিয়া, গ্রেফতার ২২উত্তরপ্রদেশ পুলিশ অনুমতি ছাড়া মহরমের তাজিয়া বের করার অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে


উত্তরপ্রদেশ পুলিশ প্রয়াগরাজে সরকারি অনুমতি ছাড়াই মহরমের তাজিয়া বের করার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে। ৪০ জনের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জন পলাতক। বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রয়াগরাজের যমুনানগর জোনের সিরসা বাজার এলাকায় তাজিয়া বের করা হয়, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অনুমতি ছাড়াই তাজিয়াটি বের করায় স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। ব্যবসায়ী সমিতির নেতা ভগবান কেশারীর নেতৃত্বে একদল দোকানদার তাল চৌরাহায় জড়ো হয়ে অননুমোদিত এই অনুষ্ঠানের প্রতিবাদ করেন, যার ফলে দুই দলের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বেশ কয়েকজন ব্যবসায়ীর সম্মিলিত অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ ৪০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এখন পর্যন্ত, এই মামলায় ২২ জনকে গ্রেফতা করা হয়েছে। আরও ১৮ জন অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে।

POST A COMMENT
Advertisement