Delhi Rain Building Collapse Dead: শনিবার বিকেলে দিল্লি-এনসিআর জুড়ে হওয়া প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর নবী করিম এলাকার আরকাংশা রোডে একটি নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে পড়ে। এই দুর্ঘটনায় ৩ জন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে বের করে আনে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে দুজন বিহারের মুঙ্গের জেলার—৬৫ বছরের প্রভু ও ৪০ বছরের নিরঞ্জন এবং তৃতীয় জন উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা ৩৫ বছরের রোশন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় বিধায়ক ইমরান হুসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।” তিনি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন।
এদিকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) ও কুকুর স্কোয়াড ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিশ্চিত করেছে যে ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই। পুলিশ ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
এই ঘটনার পাশাপাশি, দিল্লির নিউ অশোক নগর RRTS স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শহরের বিভিন্ন অংশে গাছ উপড়ে পড়েছে, যার ফলে রাস্তাঘাটে যান চলাচল বিঘ্নিত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের বৃষ্টিপাত ছিল গত কয়েক দশকের মধ্যে মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে সফদরজং সেন্টারে ৭৭ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।