উত্তরপ্রদেশের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩০। ১৯ জন আহত হয়েছেন। এছাড়াও অনেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বুধবার ভোরে প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নানের ত্রিবেণী সঙ্গমে বহু মানুষ ভিড় করেছিলেন। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনাটি ঘটে।
রাত ১০টা থেকেই সঙ্গমে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু হয়ে গিয়েছিল। প্রশাসন চেয়েছিল পুণ্যার্থী আসুন, স্নান করুন এবং চলে যাক। কিন্তু পুণ্যার্থীরা অমৃত স্নানের জন্য জড়ো হতে শুরু করেন। মৌনী অমাবস্যা উপলক্ষে সকলেই অমৃত স্নানের জন্য সঙ্গমের কাছেই স্নান করতে চেয়েছিলেন। একটা অংশ ব্যারিকেডের কাছে শুয়ে ছিল। ভোর ৫টা থেকে অমৃত স্নান শুরু হওয়ার কথা ছিল। আখড়াগুলির অমৃত স্নানের জন্য আলাদা করে রুট তৈরি করে রেখেছিল প্রশাসন। একটা সময় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাত ১টা ৪৫ থেকে ২টোর মধ্যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ভিড়। ব্যারিকেড টপকে সঙ্গমের দিকে যেতে শুরু করেন পুণ্যার্থীরা। কাঠের খুঁটি ভেঙে যাওয়ার পর হুড়মুড়িয়ে এগিয়ে যেতে থাকে ভিড়। ব্যারিকেডের কাছে ঘুমন্ত পুণ্যার্থীরাও বুঝতে পারেননি বহু মানুষ এগিয়ে আসছে তাঁদের দিকে। তাঁদের গায়ে গিয়ে পড়়ে মানুষের ঢল।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটিকে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, 'আমরা রাজ্য সরকারের তরফে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছি। বিচার বিভাগীয় কমিশন পুরো বিষয়টি তদন্ত করবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। এই বিষয়ে, মুখ্য সচিব এবং ডিজিপি নিজে একবার প্রয়াগরাজ পরিদর্শন করবেন এবং প্রয়োজনে সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন।'
বর্তমানে সঙ্গম এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলেও মহা কুম্ভে স্নান করতে সেখানে ভক্তদের ব্যাপক ভিড়। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহা কুম্ভে এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি মানুষ গঙ্গায় স্নান করেছেন। আজ অর্থাৎ বুধবার মৌনী অমাবস্যায় ১০ কোটিরও বেশি ভক্ত স্নান করবেন বলে মনে করা হচ্ছে।