scorecardresearch
 

Army Truck Caught Fire In Jammu And Kashmir 5 Killed: জম্মু-কাশ্মীরে সেনার গাড়িতে জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান, দায় স্বীকার PAFF-র

Army Truck Caught Fire In Jammy And Kashmir 4 Killed: জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার বড় দুর্ঘটনা ঘটে। এখানে পুঞ্চের ন্যাশনাল হাইওয়ের উপর সেনার একটি গাড়িতে আচমকা ভয়াবহ আগুন লেগে যায়। এই ঘটনায় কমপক্ষে ৫ জন জওয়ানের মৃত্যু হওয়ার কথা জানা গিয়েছে। আরও জখম রয়েছে।

Advertisement
জম্মু-কাশ্মীরে সেনার গাড়িতে আগুন, পুড়ে মৃত ৪ জওয়ান জম্মু-কাশ্মীরে সেনার গাড়িতে আগুন, পুড়ে মৃত ৪ জওয়ান
হাইলাইটস
  • জম্মু-কাশ্মীরে সেনার গাড়িতে আগুন
  • পুড়ে মৃত ৪ জওয়ান

Army Truck Caught Fire In Jammy And Kashmir 4 Killed: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় তাদের গাড়িতে আগুন লেগে চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাটা ধুরিয়ান এলাকায়।জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার বড় দুর্ঘটনা ঘটে। এখানে পুঞ্চের ন্যাশনাল হাইওয়ের উপর সেনার একটি গাড়িতে আচমকা ভয়াবহ আগুন লেগে যায়। এই ঘটনায় কমপক্ষে ৫ জন জওয়ানের মৃত্যু হওয়ার কথা জানা গিয়েছে। এই দুর্ঘটনা ভাটারডুটিয়া এলাকায় হয়েছে। খবর পেয়ে সেনাক পদস্থ আধিকারিক শূন্যস্থানে পৌঁছে এবং তদন্ত শুরু করে।

পরে জানা যায়, এটি একটি জঙ্গি হানার ঘটনা। এই ঘটনার দায় স্বীকার করেছে জইশ সমর্থিত জঙ্গি সংগঠন PAFF. তাদের তরফে এই হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, এদিন বিকেল ৩টে নাগাদ রাজৌরি সেক্টরের ভিমবেড় গলি ও পুঞ্চের মধ্যে একটি জায়গায় আচমকা জঙ্গিরা গুলি চালায়। মনে করা হচ্ছে গ্রেনেড হামলাও করা হয়। যাতে গাড়িতে আগুন লেগে যায়। ভারী বৃষ্টি ও দৃশ্যমানতা কম থাকার সুযোগ নিয়ে এই হামলা চালানো হয়।

ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে। যার মধ্যে ওই আগুন লাগার ঘটনাও রেকর্ড হয়েছে। ভিডিওটিতে গাড়িটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। আশপাশের লোকজন গাড়িতে আগুন লাগতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন বলেও দেখা যাচ্ছে।

তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে সম্ভবত গাড়ির উপর বজ্রপাতের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে সেটি কোনও অফিসিয়াল স্টেটমেন্ট বা বিবৃতির দ্বারা স্বীকার করা হয়নি। এমনকী কজনের সঠিক মৃত্যু হয়েছে সে বিষয়টি নিয়েও এখনও কোনও বিবৃতি আসেনি।

Advertisement