Vande Bharat Accident: বন্দে ভারতের ফের দুর্ঘটনা, রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত ৪

বন্দে ভারতের ধাক্কায় ৪ নাবালকের মৃত্যু হল বিহারের পূর্ণিয়া জংশনে। লাইন পারাপার করছিলেন ৫ যুবক। সে সময়েই আচমকা ট্রেনটি ধাক্কা মারে তাদের। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Advertisement
বন্দে ভারতের ফের দুর্ঘটনা, রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত ৪
হাইলাইটস
  • বিহারের পূর্ণিয়ায় রেল দুর্ঘটনা
  • বন্দে ভারতের ধাক্কায় ৪ জনের মৃত্যু
  • লাইন পরাপারের সময়ে দুর্ঘটনা

দেশে ফের রেল দুর্ঘটনা। এবার বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হল ৪ নাবালকের। ঘটনাস্থল বিহারের পূর্ণিয়া জেলা। শুক্রবার ভোর ৪টে নাগাদ লাইন পারাপার করার সময়ে জংশন স্টেশনে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হয় ওই ৪ জনের। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন ১ জন। তিনি বর্তমানে পূর্ণিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। 

পূর্ণিয়া জংশনের স্টেশন ম্যানেজার মুন্না কুমার বলেন, '৫ জন কিশোর কাটিহার-যোগবাণী সেকশনে লাইন পারাপার করছিলেন। এলাকা অন্ধকার ছিল। আবহাওয়াও খারাপ ছিল। ফলে দ্রুতগতিতে আসা ট্রেন দেখত পাননি তারা।' বন্দে ভারতের ধাক্কায় ৪ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি ১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, প্রত্যেকেরই বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। 

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আহতের চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, 'পূর্ণিয়া জংশন স্টেশনে বন্দে ভারত ট্রেমের ধাক্কায় ৪ জনের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।'
 

POST A COMMENT
Advertisement