গয়ার খিজরাসরাই থানার অন্তর্গত বাজার এলাকার একটি এটিএম থেকে প্রতারণার ঘটনা সামনে এসেছে। ২৬ জুলাই, শুক্রবার দুপুরে টাকা তুলতে এসে এক মহিলা প্রতারণার শিকার হন। দুই জালিয়াত তাঁর এটিএম কার্ডটি পরিবর্তন করে নেয় এবং পরে সেই কার্ড ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেয় ৪০ হাজার টাকা।
মহিলা ওইদিন খিজরাসরাই বাজারের একটি এটিএম-এ টাকা তুলতে যান। সেসময় দুই অচেনা যুবক তাঁকে সাহায্যের নাম করে কাছে এসে দাঁড়ায়। ধীরে সুস্থে পরিকল্পনা অনুযায়ী এক যুবক মহিলার নজর এড়িয়ে তাঁর আসল কার্ডটি নিয়ে নেয় এবং তার বদলে অন্য একটি কার্ড ফিরিয়ে দেয়। পরে মহিলার অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়।
ঘটনার পর মহিলা দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্তে নামে এবং ওই এটিএম বুথে লাগানো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেই ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় দুই যুবক কীভাবে মহিলাকে বিভ্রান্ত করে কার্ড পরিবর্তন করছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং সাধারণ মানুষ আবারও আতঙ্কিত।
অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার হয়েছে টাকা। গয়া জেলার এসএসপি আনন্দ কুমার বলেন, 'আমরা অভিযুক্তদের শনাক্ত করেছি এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চুরি হওয়া ৪০,০০০ টাকাও উদ্ধার করা হয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।'
এই ঘটনার পর সাধারণ মানুষের প্রতি পুলিশের বার্তা, 'এটিএম বুথে অচেনা কাউকে আপনার কার্ড ছুঁতে দেবেন না। কারও কথায় বিভ্রান্ত হয়ে ব্যক্তিগত তথ্য বা কার্ডের তথ্য শেয়ার করবেন না। যদি কাউকে সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।'