আরও ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প, 'সংখ্য়াটা বাড়বে' বলছে কেন্দ্র

১০৪ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে, এখনও অনেক ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে, ৪৮৭ জন ভারতীয়কে এবার ফেরত পাঠাবে আমেরিকা।

Advertisement
আরও ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প, 'সংখ্য়াটা বাড়বে' বলছে কেন্দ্রআরও ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প, 'সংখ্য়াটা বাড়বে' বলছে কেন্দ্র
হাইলাইটস
  • নির্বাসিতদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে মিসরি এটিকে একটি উদ্বেগের বিষয় বলে অভিহিত করেন
  • তিনি বলেছেন যে ভারত সরকার মার্কিন প্রশাসনকে এনিয়ে জানাবে

১০৪ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে, এখনও অনেক ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে, ৪৮৭ জন ভারতীয়কে এবার ফেরত পাঠাবে আমেরিকা। ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি শুক্রবার বলেছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র ৪৮৭ জন ভারতীয় নাগরিকের বিষয়ে অবহিত করেছে, যাদের ফেরানোর নির্দেশ জারি করা হয়েছে।' মিসরি জানিয়েছেন, এই ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য নির্বাসনের মুখোমুখি হচ্ছেন বলেই জানা গিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। সরকার বর্তমানে নির্বাসনের তালিকায় থাকা ৪৮৭ জনের পরিচয় যাচাই করেছে।

বুধবার ১০৪ জনকে ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। যদিও তাঁদের হাতে হাতকড়া ও পায়ে চেন পরিয়ে সামরিক বিমানে করে নিয়ে আসা হয়েছে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। সংসদ উত্তাল হয়। পরিস্থিতি বিচার করে এনিয়ে সংসদে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, অবৈধ অভিবাসীদের ফেরানো নতুন কোনও ঘটনা নয়।

শুক্রবার বিদেশ সচিব প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে ভারত সরকার অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হওয়া ভারতীয়দের নিরাপদে প্রত্যাবর্তনের সুবিধার্থে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি সমাধানের জন্য মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করছে।

নির্বাসিতদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে মিসরি এটিকে একটি উদ্বেগের বিষয় বলে অভিহিত করেন। তিনি বলেছেন যে ভারত সরকার মার্কিন প্রশাসনকে এনিয়ে জানাবে। আমাদের নজরে আসা যে কোনও দুর্ব্যবহারের ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখব। বেআইনি অভিবাসনকে উৎসাহিত করে এমন সিস্টেমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অবৈধ অভিবাসীদের ফেরানোর এসওপি ২০১২ সাল থেকে আমেরিকায় লাগু রয়েছে। এই বিষয়ে ভারতকে আগেই জানিয়েছিল আমেরিকা। ভারত অসহযোগী দেশ নয়, আমরা এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।'

Advertisement

POST A COMMENT
Advertisement