scorecardresearch
 

Kashmir: ফিরল পুলওয়ামার স্মৃতি, ভোররাতে কাশ্মীরে সেনার কনভয়ে জঙ্গি হামলা, শহিদ ৫

জানা গিয়েছে, ভোররাতে পুঞ্চের পাহাড়ি রাস্তায় একটি বাঁক নিতে ধীর গতি হয়েছিল জওয়ানদের গাড়ি। দুটি গাড়ি যখন ধীরে ধীরে বাঁক নেওয়ার চেষ্টা করছে, তখনই হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জওয়ানদের ভ্যান লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জওয়ানের।

Advertisement
পুঞ্চে সেনা কনভয়ে জঙ্গি হামলা পুঞ্চে সেনা কনভয়ে জঙ্গি হামলা

কাশ্মীরে (Kashmir) পুঞ্চ জেলায় (Poonch District) সেনার কনভয়ে ভয়াবহ জৎঙ্গি হামলা। শহিদ হলেন ৫ সেনা জওয়ান। দুই জওয়ান গুরুতর আহত। শুক্রবার ভোররাতে পৌনে ৪টে নাগাদ দুটি সেনা সাঁজোয়া গাড়িতে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা।  জঙ্গিদের কাছে প্রচুর অস্ত্র ছিল। 

জানা গিয়েছে, ভোররাতে পুঞ্চের পাহাড়ি রাস্তায় একটি বাঁক নিতে ধীর গতি হয়েছিল জওয়ানদের গাড়ি। দুটি গাড়ি যখন ধীরে ধীরে বাঁক নেওয়ার চেষ্টা করছে, তখনই হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জওয়ানদের ভ্যান লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জওয়ানের।

একটি ট্রাক ও একটি মারুতি জিপসিতে যাচ্ছিলেন জওয়ানরা। একেবারে পুলওয়ামার ধাঁচেই অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল বল জানা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সেনা সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ওই ট্রাকটিতে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়। পাকিস্তান থেকে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পার হয়ে অনুপ্রবেশকারী জঙ্গিরা এই হামলা চালাতে পারে বলে জম্মু ও কাশ্মীর পুলিশের একটি সূত্র জানাচ্ছে।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটেছিল। সিআরপিএফের কনভয়ে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ওই হামলায় ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যু হয়। ভয়ঙ্কর সেই বিস্ফোরণের ধাঁচেই এ বারও নিশানা করা হল সেনার ট্রাককে। আপাত গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জোর তল্লাশি শুরু।

Advertisement

Advertisement