মুম্বইয়ে বিস্ফোরণ এবার গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণ। ঝলসে গেল ৭ জনের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় আতঙ্কও দানা বেঁধেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাস লিক করে এই ঘটনা ঘটেছে।
ঘটনা মুম্বইয়ের মালাদের। সেখানে একটি বাড়িতে বিস্ফোরণটি হয়। সকাল সাড়ে নটা নাগাদ খবর যায় পুলিশ ও দমকলবাহিনীর কাছে। সেখানে আসে অ্যাম্বুলেন্স ও দনকল বিভাগ। পুলিশ এসে দেখে, একতলার একটা ঘরে আগুন লেগেছে। দাও দাও করে জ্বলছে গোটা বাড়ি। প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
ঘটনাস্থল থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তিনজনকে কেয়ার হাসপাতালে ও চারজনকে আধার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এক সরকারি আধিকারিক জানান, 'আগুন লাগার সময় সবাই ঘরের ভিতরেই ছিলেন। সেই কারণে অগ্নিদগ্ধ হন। কেউ কেউ পালানোর চেষ্টা করেও পারেননি। ওই ঘরে একাধিক গ্যাস সিলিন্ডার ছিল। কোনওভাবে তা লিক করে যায়। তার জেরেই বিপত্তি।'
এই মালাদ এলাকায় অগ্নিকাণ্ড নতুন নয়। ২০২৪ সালের এপ্রিলে এখানে একই ধরণের অগ্নিকাণ্ডে ১৪ জন আহত হন। যার মধ্যে একজন নাবালক ছিল। আহতদের মধ্যে চারজন গুরুতরভাবে পুড়ে যান। সেই মাসেই অ্যান্টপ হিলে ৭০ বছর বয়সী এক বৃদ্ধও মারা গিয়েছিলেন।