Advertisement

PM Narendra Modi Speech Live: অনুপ্রবেশকারী রুখতে 'হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন' শুরু করবে ভারত; ঘোষণা PM মোদীর

Aajtak Bangla | কলকাতা | 15 Aug 2025, 9:18 AM IST

79th Independence Day Live Updates: আজ ৭৯-তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসন থেকে দেশ স্বাধীনতা লাভ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিছুক্ষণের মধ্যে লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন।

৭৯-তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৯-তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Independence Day 2025 Live: আজ ৭৯-তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসন থেকে দেশ স্বাধীনতা লাভ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিছুক্ষণের মধ্যে লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। এর পরে তিনি ভাষণ দেবেন। লাল কেল্লা থেকে দীর্ঘতম ভাষণ দেওয়ার রেকর্ড রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি ২০২৪ সালে ৯৮ মিনিটের ভাষণ দিয়েছিলেন।

9:08 AM(3 months ago)

হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন শুরু হবে, বললেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

অনুপ্রবেশকারীদের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের দেশকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে পারি না। অনুপ্রবেশকারীরা আদিবাসীদের বিভ্রান্ত করছে। তারা আদিবাসীদের জীবিকা কেড়ে নিচ্ছে। আমি এই চ্যালেঞ্জ সম্পর্কে দেশকে সতর্ক করতে চাই। আমরা এর জন্য একটি হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।'

9:05 AM(3 months ago)

লাল কেল্লার থেকে দুটি বড় ঘোষণা মোদীর

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি বড় ঘোষণা করেছেন। বলেছেন, এই দীপাবলিতে সরকার জিএসটি সংস্কার আনছে। এর ফলে জনগণ কর থেকে মুক্তি পাবে। এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী আজ থেকে সারা দেশে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়নের ঘোষণা করেছেন। এই যোজনার আওতায়, যারা বেসরকারি খাতে প্রথম চাকরি পাবেন তাদের সরকার ১৫০০০ টাকা দেবে। সরকার সেই কোম্পানিগুলিকেও উৎসাহিত করবে। এই প্রকল্প দেশের ৩.৫ কোটি যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

8:36 AM(3 months ago)

দীপাবলিতে ডাবল উপহার দেব: প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এখন সব ধরনের সংস্কার আনা। এই দীপাবলিতে, আমি ডাবল দীপাবলি উপহার দিচ্ছি। দেশবাসী একটি বড় উপহার পেতে চলেছে। এখন সময় জিএসটি হার পর্যালোচনা করা। নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। সাধারণ মানুষের করের বোঝা কমানো হবে। জিএসটি হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে।

8:33 AM(3 months ago)

আমাদের আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে সেরা হতে হবে, বললেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আত্মনির্ভরশীল হতে হলে আমাদের সেরা হতে হবে। আমি বারবার অনুরোধ করছি, দেশের সব প্রভাবশালীদের বলতে চাই, এটি কোনও রাজনৈতিক দলের অ্যাজেন্ডা নয়। ভারত আমাদের সকলের। একসঙ্গে আমাদের ভোকাল ফর লোকাল মন্ত্র বাস্তবে পরিণত করতে হবে।"

Advertisement
8:22 AM(3 months ago)

নতুন ইতিহাস তৈরির সময় এসেছে, আমি আপনাদের সঙ্গে আছি: প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী বলেন, মুদ্রা যোজনা থেকে ঋণ নিয়ে মানুষ ব্যবসা করছে। সরকারি নিয়ম পরিবর্তন করতে হবে। ২০৪৭ সাল খুব বেশি দূরে নয়, প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং আমরা একটি সময়টা হারাতে চাই না। এটি এগিয়ে যাওয়ার একটি সুযোগ। এটি বড় স্বপ্ন দেখার একটি সুযোগ। এটি আমাদের সংকল্পের প্রতি নিজেদের উৎসর্গ করার একটি সুযোগ, যেখানে সরকার এবং আমি নিজে আপনাদের সঙ্গে থাকব, তখন আমরা নতুন ইতিহাস গড়তে পারব।
 

8:18 AM(3 months ago)

যুদ্ধবিমানের ইঞ্জিন মেড ইন ইন্ডিয়া হওয়া উচিত, বললেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির কারণে কিছু দেশ শীর্ষে পৌঁছেছে। আমরা সমুদ্র মন্থনের দিকে এগিয়ে যাচ্ছি। ন্যাশনাল ডিপ ওয়াটাক মিশন শীঘ্রই শুরু হবে। সমুদ্রের গভীরে গ্যাস ও তেলের ভাণ্ডার লুকিয়ে আছে। আমরা অপারেশন গগনযানের জন্য প্রস্তুতি নিচ্ছি। মহাকাশ খাতে কাজ দ্রুত এগিয়ে চলেছে। আমরা মহাকাশে আমাদের নিজস্ব স্পেস সেন্টার তৈরি করব। দেশের যুবসমাজ, ইঞ্জিনীয়র এবং পেশাদারদের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের ফাইটার প্লেনের জন্য ইঞ্জিন ভারতে তৈরি হওয়া উচিত।

8:15 AM(3 months ago)

'১০টি নতুন পরমাণু চুল্লি তৈরির কাজ চলছে', বললেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ পরমাণু শক্তির ক্ষেত্রে অগ্রগতি করছে। ১০টি নতুন পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে। আমারা পরমাণু শক্তির ক্ষমতা ১০ গুণ বৃদ্ধি করব। এই খাতে বেসরকারি খাতের জন্য পথ খুলে গেছে।

8:08 AM(3 months ago)

ভারত সেমিকন্ডাক্টর এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে: PM মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী মোদী বলেন, ৫০-৬০ বছর আগে সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু ফাইলগুলি আটকে ছিল। ৫০ বছর আগে সেমিকন্ডাক্টর ফাইলটি চাপা পড়ে গিয়েছিল। কিন্তু এখন মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর বাজারে আসবে। ছয়টি ইউনিট তৈরি করা হয়েছে। আরও চারটি সেমিকন্ডাক্টর পরিকল্পনার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। তবে এই বছরের শেষে ভারতে তৈরি ভারতের জনগণের দ্বারা তৈরি সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে। জ্বালানি ক্ষেত্রে আমরা অনেক দেশের উপর নির্ভরশীল। পেট্রোল, ডিজেল এবং গ্যাসের জন্য আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করতে হয়। এই সংকট থেকে দেশকে স্বাবলম্বী করতে হবে। আজ, ১১ বছরে, সৌরশক্তি ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে।

8:04 AM(3 months ago)

শত্রুরা জানতই না কী অস্ত্র আমরা ব্যবহার করছি: প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

জাতির উদ্দেশ্যে ভাষণে PM মোদী বলেন, 'দাসত্ব আমাদের দরিদ্র করে তুলেছিল। স্বনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, আমাদের শক্তি সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং বৃদ্ধি করার জন্য স্বনির্ভর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরে আমরা দেখেছি, মেড ইন ইন্ডিয়া কীভাবে কাজ করেছে। এমনকি শত্রুরাও জানত না যে সমস্ত অস্ত্র কী ব্যবহার করা হচ্ছে। আমরা যদি স্বাবলম্বী না হতাম, তাহলে কি আমরা এত দ্রুত গতিতে অপারেশন সিঁদুর পরিচালনা করতে পারতাম? আমরা সেনাবাহিনীকে মেড ইন ইন্ডিয়ার শক্তি দিয়েছি, তাই কোনও চিন্তা ছাড়াই, কোনও বাধা ছাড়াই, কোনও দ্বিধা ছাড়াই, আমাদের সেনাবাহিনী তার বীরত্ব প্রদর্শন করে চলেছে। গত ১০ বছর ধরে, তারা প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার মিশনকে নিরন্তর এগিয়ে নিয়ে যাচ্ছে।'
 

Advertisement
8:00 AM(3 months ago)

আমরা পরমাণু হুমকি সহ্য করব না: প্রধানমন্ত্রী মোদী 

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী মোদী বলেন, "১৫ অগাস্টের বিশেষ গুরুত্বও দেখতে পাচ্ছি। আজ লাল কেল্লার প্রাচীর থেকে অপারেশন সিঁদুরের সাহসী সেনা-জওয়ানদের অভিবাদন জানানোর সুযোগ পেয়েছি। আমাদের সাহসী সেনা-জওয়ানরা শত্রুদের কল্পনাতীত শাস্তি দিয়েছে। যেভাবে সন্ত্রাসবাদীরা সীমান্তের ওপার থেকে এসে পহেলগাঁওতে হত্যালীলা চালিয়েছে। ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে। স্বামীকে তাঁর স্ত্রীর সামনে গুলি করে হত্যা করেছে, বাবাকে তাঁর সন্তানদের সামনে হত্যা করেছে। পুরো ভারত ক্ষোভে ভরে উঠেছে। অপারেশন সিঁদুর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। পাকিস্তানে ধ্বংসযজ্ঞ এতটাই বিশাল যে প্রতিদিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। আমাদের দেশ বহু দশক ধরে সন্ত্রাসবাদের শিকার। আমরা আর সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের সমর্থন ও সমর্থনকারীদের আলাদা বলে মনে করব না। তারা মানবতার শত্রু। তাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ভারত সিদ্ধান্ত নিয়েছে আমরা আর পরমাণু হুমকি সহ্য করব না।"

7:54 AM(3 months ago)

সিন্ধু চুক্তি একতরফা ছিল: প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হবে না। ভারতবাসী তার ভাগের জল পাবে। ভারতের কৃষকদের এর উপর অধিকার রয়েছে।

7:49 AM(3 months ago)

আমরা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি: প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার উৎসব হল সংকল্পের উৎসব। দেশ ঐক্যের চেতনাকে শক্তিশালী করছে। সংবিধান এবং দেশকে আলোকিত করছে। এটি সম্মিলিত সাফল্যের উৎসব। 
 

7:42 AM(3 months ago)

এই মহান উৎসব ১৪০ কোটি দেশবাসীর সংকল্প: প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

লাল কেল্লার প্রাকার থেকে তেরঙা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ দেশের ১৪০ কোটি নাগরিক তেরঙার রঙে রঙিন। ভারতের প্রতিটি কোণ থেকে, তা মরুভূমি হোক বা হিমালয়ের চূড়া, সমুদ্র উপকূল হোক বা ঘনবসতিপূর্ণ এলাকা, কেবল একটিই প্রতিধ্বনি, কেবল একটিই স্লোগান - তা হল আমাদের মাতৃভূমির প্রশংসা, যা আমাদের জীবনের চেয়েও প্রিয়।"

7:37 AM(3 months ago)

লাল কেল্লায় পতাকা উত্তোলন PM মোদীর

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লায় তেরঙা উত্তোলন করেছেন।

Advertisement
7:34 AM(3 months ago)

লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী

Posted by :- Rupsa

 

7:32 AM(3 months ago)

প্রধানমন্ত্রী মোদী কুচকাওয়াজ পরিদর্শন করেন

Posted by :- Madhurma Dev

লাল কেল্লায় পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী মোদী কুচকাওয়াজ পরিদর্শন করেন। তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়।
 

7:30 AM(3 months ago)

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Posted by :- Rupsa

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলায় জন্ম নেওয়া স্বাধীনতা সংগ্রামী এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়া সমস্ত ব্যক্তিত্বকে প্রণাম জানালেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, কানাইলাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীনকে শ্রদ্ধা জানালেন তিনি। একইসঙ্গে তিনি স্মরণ করেছেন রামমোহন রায়, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরকে। 

 

7:25 AM(3 months ago)

লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী

Posted by :- Rupsa

স্বাধীনতা দিবস উদযাপনে দিল্লির লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় পতাকার উত্তোলন করবেন। কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

 

7:22 AM(3 months ago)

দিল্লির রাজঘাটে প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Madhurma Dev

দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
7:15 AM(3 months ago)

অপারেশন সিঁদুরের ১০০ দিন উদযাপন

Posted by :- Madhurma Dev

দেশ আজ ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এবার স্বাধীনতা দিবসের থিম হল 'নতুন ভারত'। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর, ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল। অপারেশন সিঁদুরে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস করে দেওয়া হয়। আজ অপারেশন সিঁদুরের ১০০ দিনও পূর্ণ হচ্ছে। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যও উদযাপন করা হচ্ছে।
 

Load More
Advertisement